দেশ

আন্দোলনরত কৃষকদের পাশে পরিবেশবিদ ছোট্ট ‘লিসিপ্রিয়া’


সুপর্ণা রায়: চিন্তন নিউজ:১৩ই ডিসেম্বর:-যখন পুরো ভারতবর্ষের কৃষক কেন্দ্র সরকারের কৃষি আইনের।বিরোধীতায় দিনের পর দিন আন্দোলন করছে, ঠিক তখন‌ই মাত্র নয় বছর এর একটি মনিপুরী মেয়ে লিসিপ্রিয়া কৃষকদের পাশে দাঁড়ালো।  লিসিপ্রিয়া কাঙ্গুজাম এই ছোট্ট মেয়েটিকে সকলেই চেনেন এক পরিবেশবিদ হিসেবে এবং গত এক বছর ধরে পরিবেশ রক্ষার কাজ করে যাচ্ছে।এবার সে পৌঁছেছে দিল্লিতে কারণ সে কৃষক আন্দোলনে কৃষকদের পাশে দাঁড়াতে। সে  কৃষকদের জানিয়েছে এই ক্ষুদে জলবায়ু যোদ্ধা  সব জলবায়ু  রক্ষার যোদ্ধারা কৃষকদের পাশে অবশ্যই থাকবেন। সে কৃষকদের অবস্থা দেখে একটি ট্যুইট করেছে এবং টুইটারে লিখেছে কৃষকদের ছাড়া খাবার থাকবে না, বিচার নেই, বিশ্রাম নেই।। সে টুইটারে আরও লিখেছে যে এখানকার বাচ্চাদের দেখুন ,এই সাঙ্ঘাতিক শীতে তারাও কৃষকদের সাথে আন্দোলন এর সঙ্গী হয়েছে।।                     

লিসিপ্রিয়া কাঙ্গুজাম জানিয়েছে ঘনঘন জলবায়ু পরিবর্তনের প্রভাব সবচাইতে বেশি কৃষকদের উপর পড়ে।। বন্যা,খরা বা নানারকম জলবায়ু পরিবর্তন , পঙ্গপালের উৎপাতের ফলে কৃষকদের সবচেয়ে বেশি ক্ষতি হয়। অথচ তাদের সুবিধা অসুবিধা না দেখলে মানুষের খাদ্য জুটবে না।  লিসিপ্রিয়া জানিয়েছে প্রতি বছর বহু কৃষক মারা যায় ।। রাষ্ট্রনায়কদের উচিৎ তাদের কথা শোনা। সে কৃষকদের স্বার্থে জলবায়ু রক্ষা করতে চায় এবং এর একটা স্থায়ী সমাধান করতে চায়।। সেইসঙ্গে কৃষকদের উদ্দেশ্যে লিসিপ্রিয়ার  বার্তা,  নষ্ট ফসল কৃষিজমি তবে পোড়ানো বন্ধ করা হোক কারণ এতে পরিবেশ দূষিত হয়।। আগে এমন পোড়ানো হত না।  এতে করে এটা স্পষ্ট যে এমন না করলেও চাষ করা সম্ভব।।

প্রসঙ্গত গত এপ্রিল মাসে জেনিভায় এবং ২০১৮ তে উলানবাতোরে জলবায়ু সংক্রান্ত বিষয়ে বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানানো হয়।। তবে আন্তর্জাতিক যুব কমিটির চাইল্ড ডিজাস্টার রিস্ক আ্যডভোকেট  পদে বসে ইতিহাস গড়ে ফেলে লিসিপ্রিয়া। রাষ্ট্রপুঞ্জে ডাক পাওয়া সর্বকনিষ্ঠা সদস্যা হিসেবে নজির সৃষ্টি করেছিল।  সে শুধু ভারতীয় শিশুদেরই নয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সব শিশুদের প্রতিনিধিত্ব করেছিল লিসিপ্রিয়া। সে জানায়  টেলিভিশন এ বন্যা, ঝড়, ইত্যাদি প্রাকৃতিক বিপর্যয় দেখলে সে প্রচন্ড ভয় পায়। প্রাকৃতিক বিপর্যয়ে বহু মানুষের মৃত্যু তাকে কষ্ট দেয় — তাকে কাঁদায়। তার মতো শিশুদের জন্য বসবাস যোগ্য করে তোলার ব্রত নিয়েছে।। গত বছর সে ওয়ার্ল্ড চিল্ড্রেন পিস এওয়ার্ড পেয়েছে।। গড়ে তুলেছে দি চাইল্ড মুভমেন্ট নামের এক প্ল্যাটফর্ম। যেখান থেকে শিশুরা জলবায়ু সংক্রান্ত বিষয়ে আওয়াজ তুলতে পারে।



মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।