রাজ্য

ধৈর্যের বাঁধ ভাঙছে, অভূক্ত মানুষের পাশে সারেঙ্গার ‘ ট্রেকার ইউনিয়ন’


কিংশুক ভট্টাচার্য: চিন্তন নিউজ:১৮ই এপ্রিল:- যখন গোটা রাজ‍্যজুড়ে,লকডাউন জনিত কারনে গরীব মানুষ এক দুঃসহ পরিস্থিতির মধ‍্য দিয়ে কায়ক্লেশে দিনাতিপাত করতে বাধ‍্য হচ্ছেন। সরকারি সহায়তা যখন শুধুই মিডিয়ার ঘোষণায় সীমাবদ্ধ। ঘোষিত মাত্রার অর্ধ‍্যাংশও যখন লভ‍্য নয়। প্রান্তিক ও গরীব মানুষ যখন বিভিন্ন গণসংগঠন ও এন,জি,ও র সহয়তায় জঠরজ্বালা নিবারনের প্রচেষ্টা করতে বাধ‍্য হচ্ছেন। সেই সময় বাঁকুড়া জেলার এক ছোট্ট গঞ্জ এলাকা সারেঙ্গায় বিগত ১৬ থেকে ১৮ দিন যাবৎ সমস্ত প্রচারের আড়ালে থেকে নিঃশব্দে শুধুমাত্র মানবতার ডাকে সাড়া দিয়ে “সারেঙ্গা ট্রেকার ইউনিয়ন” ড্রাইভার, হেল্পার, ক্লীনার ইত‍্যাদিরা তাঁদের ছোট্ট সংগঠনটিকে অবলম্বন করে নিজেদের পকেটের টাকা ও এলাকার শুভানুধ্যায়ী মানুষের সহায়তায় লাগাতার প্রতিদিন প্রায় ৪০/৪৫ জন গরীব মানুষকে দুবেলা রান্না করা খাবার পরিবেশন করে চলেছেন।

এক্ষেত্রে উল্লেখ করতেই হয় যে এই পরিস্থিতিতে এই মানুষ গুলিও কুড়ি বাইশ দিন যাবৎ প্রায় রূজিরোজগার হীন দিন অতিবাহিত করছেন। এই সংগঠনের এই কাজের মূল পরিকল্পক ও উদ‍্যোক্তা এলাকার সুপরিচিত গণআন্দোলনের নেতা মাষ্টার মশাই, নিকটবর্তী শালডহরা উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় শ্রী সুশান্ত কুমার খাটুয়া মহাশয়। এই ধরনের মহান ও সুবিশাল কর্মযজ্ঞের সফল রূপায়ন ও বাস্তবায়নের জন‍্য অক্লান্ত পরিশ্রমকারিরা যাঁরা নেতৃত্ব রূপদানে অচঞ্চল তিনি পেশায় গাড়ি চালক শ্রী অভিজিত রায়(অপু)। এক বিরাট হৃদয়ের মানুষ।

এই ঘটনা জাতি ,ধর্ম, রাজনৈতিক মতাদর্শগত বিরোধের উর্ধে উঠে মানুষের বিপদে ক়াঁধে কাঁধ মিলিয়ে এই লড়াই চালিয়ে যাওয়ার এক অনন‍্য নজির সৃষ্টি করে চলেছে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।