জেলা

পূর্ব বর্ধমান জেলার খবর


চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত, ৩১ শে অক্টোবর – পূর্ব বর্ধমানের কালনা, ভাদুড়ি পাড়ায় আপনজনের রান্নাঘরে অসময়ে মানুষের বড় দরকারে পাশে থেকে খাবার তুলে দেবার আয়োজন করেছে।

১১ দফা দাবির ভিত্তিতে শ্রমিক- কৃষকের স্বার্থ ধ্বংসকারী মোদী সরকারের কালা আইনের বিরুদ্ধে আগামী ২৬ শে নভেম্বর সারা দেশজুড়ে ধর্মঘটের দেওয়াল লিখন ও প্রস্তুতি চলছে। তারই খন্ড চিত্র ধরা পড়লো মেমারি ১ শাখা এলাকায় ও কালনা ২ বৈদ্যপুর রথতলায়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।