চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত :- ৫ ই অক্টোবর – “ধর্ম নিয়ে পেট ভরে না, চাই যে গরম ভাত – ব্লাড ব্যাঙ্কে রক্ত খুঁজি, জানতে চাই না জাত।” ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) বর্ধমান শহর ১ এরিয়া কমিটির পক্ষ থেকে ছোটবেলুন গ্রামের শ্রমজীবী মানুষ ও ক্ষেতমজুরদের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হলো আজ।
এই শিবিরকে ভন্ডুল করার জন্য বিজেপির বহু চেষ্টাকে ব্যর্থ করে গ্রামের শ্রমজীবী মহিলা ও ক্ষেতমজুর পরিবারের মানুষজন এক রক্তদান শিবিরকে সফলভাবে পরিচালিত করে এক অনন্য নজির তৈরি করলো। তাদের তত্বাবধানেই গোটা গ্রাম লাল পতাকায় সেজে উঠেছিলো। মহিলাদের ভূমিকা ছিলো উল্লেখযোগ্য। ৫৪ জন রক্তদাতার মধ্যে ৮ জন ছিলেন মহিলা।
কাটোয়া ১, সুদপুর গ্রামে জনবিরোধী কৃষিবিল ও রাজ্যে আইন শৃঙ্খলা ভেঙ্গে পড়ার প্রতিবাদে স্কোয়াড ও পথসভা হয়।
আজ উত্তরপ্রদেশের হাথরাসে নারী ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে আজ ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী), পূর্বস্থলী এরিয়া কমিটির কালেখাঁতলা ১, মুকশিম পাড়া ও পাটুলী শাখার উদ্যোগে বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল এবং পথসভা করে শতাধিক শ্রমজীবী মানুষ।
