জেলা

পূর্ব বর্ধমান জেলার খবর


চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত :৭ই অক্টোবর:-সি পি আই এমের ডাকে আলমপুর গ্রামে প্রয়াত সিদ্ধার্থ ঘোষ-এর স্মরণ-সমাবেশ অনুষ্ঠিত হয় ।এই সভায় বক্তব্য রাখেন পার্টির পূর্ব বর্ধমান জেলা সম্পাদক অচিন্ত্য মল্লিক। তিনি বলেন,
‘‘চুক্তিপ্রথায় চাষকে আইনসিদ্ধ করে কৃষকের স্বাধীনতা কেড়ে নিয়ে তাকে সর্বস্বান্ত করে কর্পোরেটদের মুনাফা বৃদ্ধিই একমাত্র লক্ষ্য মোদী সরকারের৷ কৃষকের মৃত্যুবাণ সর্বনাশা তিনটি আইন পাশ করে কর্পোরেটদের হাতে দেশের কৃষকদের জীবনকে তুলে দেওয়ার ব্যবস্থা করেছে বিজেপি সরকার৷ দেশি বিদেশি বড়লোকেরা যে দাম ঠিক করবে, সেই দামে ফসল বেচতে বাধ্য হবেন দেশের কৃষকরা৷ ন্যূনতম সহায়ক মূল্য বলে আর কিছু নেই৷’’ রাজ্যের করোনা পরিস্থিতিতে বেহাল স্বাস্থ ব্যবস্থা, হাতরাসের নারী নির্যাতন এবং এরাজ্যের নারী সুরক্ষার অবনতি, কৃষক- শ্রমিকের অধিকার রক্ষার লড়াই ইত্যাদি প্রসঙ্গে সকলকে প্রতিবাদে সামিল হওয়ার ডাক দেন। এছাড়াও জেলা সম্পাদকমন্ডলীর সদস্যরাও উপস্থিত ছিলেন। কমল ঠাকুর শোকপ্রস্তাব পাঠ করেন।

আজ রায়না ২ এরিয়া কমিটির উচালনের কেঁউটা গ্রামে এই বিভিন্ন দাবীর ভিত্তিতে বিক্ষোভ সমাবেশ করা হয়- কৃষক মারা কৃষি আইন বাতিল করার দাবিতে। হাথরসে গণধর্ষণ করে নির্মমভাবে খুনের প্রতিবাদে। অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে। স্বয়ম্বর গোষ্ঠীর সমস্ত প্রকার ঋণের সুদ মুকুবের দাবিতে। সভার সভাপতিত্ব করেন সিদ্ধেশ্বর দে, বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গ প্রাদেশিক কৃষক সভার রাজ্য সম্পাদক অমল হালদার। এরিয়া কমিটির সম্পাদক মির্জা আকতার আলী,মুন্সি আব্দুল হান্নান।

মেমারী ২: সাতগেছিয়া ১ পঞ্চায়েতে ডেপুটেশন দেওয়া হয়। শতাধিক মহিলা সহ অসংখ্য মানুষ পঞ্চায়েত অফিসের সামনে সমবেত হয়ে দেখেন অফিস তালা দেওয়া, মানুষের ভয়ে আগে থেকেই পঞ্চায়েত অফিস তালা দিয়ে রাখা হয়েছিলো। ‌‌মানুষ চাপ দিয়ে সেই তালা খুলতে বাধ্য করেন এবং ৪ এর (ক) ফর্ম জমা দেন গরীবরা, ভাতার ফর্ম জমা দেওয়া হয়। উপস্থিত ছিলেন পার্টির জেলা সম্পাদক মন্ডলীর সদস্য তাপস চট্টোপাধ্যায়সহ এলাকার নেতৃত্ব।

সিটুর ডাকে রেল হকার্স সহ মুটিয়া মজদুর, দোকান কর্মচারীদের বোনাস সহ বিভিন্ন দাবীতে ডেপুটেশন দেওয়া হয় কালনা মহকুমা শাসকের কাছে। এতে নেতৃত্ব দেন তাপস চ্যাটার্জি ও অরুনাভ চক্রবর্তী।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।