চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত:২৭ সেপ্টেম্বর : বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতির পূর্ব বর্ধমান জেলার বর্ধমান সদর -২ এরিয়া কমিটির উদ্যোগে বৈকন্ঠপুর -২ অঞ্চলের নান্দুর ঝাপানতলা আদিবাসী পাড়ায় পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০১ তম জন্মদিবস পালন করা হয়। শিশুদের নিয়ে প্রথমে মিছিল করার পরে বিদ্যাসাগর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।তার জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন শিক্ষক নির্মল বিশ্বাস এবং বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতি পূর্ব বর্ধমান জেলা কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য অরিন্দম চ্যাটার্জী। উপস্থিত ছিলেন পন্ডিত সরেন ও দুর্গা সরেন।বিভিন্ন শিশুরা আবৃত্তি এবং সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠান শেষে অনুষ্ঠানে উপস্থিত সকলকে মাস্ক এবং সাবান বিতরণ করা হয়।
আজ বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতি কালনা-২ আঞ্চলিক কমিটির উদ্যোগে বড় ধামাস অঞ্চলের মাতিশ্বর ষষ্টি তলায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০১ তম জন্মদিন পালন করা হলো সংগঠনের পতাকা উত্তোলন ও বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে। পতাকা উত্তোলন করেন কালনা-২ আঞ্চলিক কমিটির পক্ষে তপন মুখার্জী। শ্রদ্ধা নিবেদন করেন তপন মুখার্জী, সংগঠনের পূর্ব বর্ধমান জেলা সম্পাদকমন্ডলীর সদস্য কাজী নুরুল ইসলাম, আঞ্চলিক কমিটির সম্পাদক সৌমিত্র চ্যাটার্জী। বিমল বসু স্বরচিত কবিতা পাঠ করেন।
সর্বত্র প্রতিকূল প্রাকৃতিক অবস্থায় বৃষ্টি উপেক্ষা করে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ডিওয়াইএফআই পূর্বস্থলী-১ আঞ্চলিক কমিটির জাহান্নগর ইউনিট কমিটির সাংগঠনিক কনভেনশন অনুষ্ঠিত হলো। পতাকা উত্তোলন করেন ও সভাপতিত্ব করেন আঞ্চলিক কমিটির সদস্যা নিপা পাল। সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন জেলা কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য বীরেশ্বর নন্দী। কনভেশন থেকে সভাপতি তন্ময় শীল ও সম্পাদক প্রসেনজিৎ ধর সহ ৯ জনের শক্তিশালী কমিটি গঠন করা হয়।
পণ্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের দ্বিশত জন্মবার্ষিকী এবং কালাজ্বরের ঔষধ আবিষ্কারক বিখ্যাত বিজ্ঞানী উপেন্দ্রনাথ ব্রহ্মচারীর স্মরনে, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন (DYFI), পূর্বস্থলী-২ আঞ্চলিক কমিটির কালেখাঁতলা -১ নং ইউনিট কমিটির উদ্যোগে, সরডাঙ্গা গ্রামে এক রক্তদান শিবির করা হোলো। সংগঠনের পতাকা উত্তোলন করেন ডিওয়াইএফআই কালেখাঁতলা ১ নং ইউনিট কমিটির সভাপতি সুকান্ত দাস। রক্তদান শিবির উদ্বোধন করেন ডিওয়াইএফআই পূর্ব বর্ধমান জেলা সম্পাদক মন্ডলীর সদস্য বীরেশ্বর নন্দী। শিবিরকে অভিবাদন জানিয়ে বক্তব্য রাখেন প্রাক্তন যুব নেতৃত্ব তথা পূর্বস্থলী উত্তর কেন্দ্রের বাম বিধায়ক প্রদীপ কুমার সাহা। এছাড়া উপস্থিত ছিলেন সুব্রত ভাওয়াল, অনুপ ঘোষ, কমঃ সুমন্ত মুণ্ডারী, আশালতা পাত্র সহ অসংখ্য কর্মী সমর্থকরা। শিবিরে মোট ৪৮ জন যুবক যুবতী রক্তদান করেন।
গতকাল বর্ধমান শহরে আফতাব এভ্যেনুয়ে নিখিলবঙ্গ শিক্ষক সমতি ও নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সংগঠনের উদ্যোগে ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের দ্বিশত এক বৎসর জন্মদিবস পালন করা হলো সকাল দশটায়। উপস্থিত ছিলেন সইদুল হক, অধ্যাপক জ্যোতির্ময় ভট্টাচার্য, বিশিষ্ট বাচিক শিল্পী দেবেশ ঠাকুর প্রমুখ। সিভা পরিচালনা করেন এবিটিএ জেলা সম্পাদক সুদীপ্ত গুপ্ত। মাল্যদান, আলোচনা ইত্যাদির পরে একটি মনোজ্ঞ গীতি আলেখ্য পরিবেশন করেন আয়না সাংস্কৃতিক সংস্থা যার কর্ণধার শিক্ষিকা মনিকা ঠাকুর। এবিপিটিএর পক্ষ থেকে বর্তমান কৃষকমারা কৃষি বিল সম্বন্ধে প্রাক্তন সাংসদ সইদুল হকের লেকগা একটি পুস্তিকা সবার কাছে দেওয়া হয়।