রাজ্য

পূর্ব বর্ধমান জেলার খবর


কল্পনা গুপ্ত : চিন্তন নিউজ, ৮ ই সেপ্টেম্বর, গুসকরা পশ্চিম ব্লক কমিটি এলাকার কোটা অঞ্চলের কোটা ১ নং সংসদের খান্ডারী গ্রামের গ্রাম কমিটির সদস্যদের নিয়ে আজ ৮ই সেপ্টেম্বর অঞ্চল কৃষক সভার নেতৃত্বের উপস্থিতিতে আউশগ্রাম ২ ব্লক অফিসে বিডিও – র নিকট ১০০ দিনের কাজে দাবি ও কাজের ক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে, আরও কিছু দাবি নিয়ে প্রতিনিধিত্ব মূলক ডেপুটেশন দেওয়া হয়। বিডিও দাবি গুলি নিয়ে প্রতিনিধিদের সঙ্গে আলাপ- আলোচনা করে জানান – “বিডিওদের কাজ করার ক্ষেত্রে কিছু অসুবিধা আছে, আমি বললেই সব কাজ করতে পারব না, তবে আমার সাধ্যের মধ্যে যা সম্ভব হবে আমি আপনাদের দাবি মেটানোর চেষ্টা করব”। উনি আরও বলেন যে যে ক্ষেত্রে যেমন ১০০ দিনের কাজ, গৃহহীন গরীব মানুষের বাড়ি বা কোন বিষয় থাকলে তালিকা সহ পাঠান। আজকের ডেপুটেশনে নেতৃত্ব দেন কৃষক নেতা কমরেড তুষার ঘোষ, অঞ্চল সম্পাদক কমরেড দয়াময় বাগ্দি, ক্ষেতমজুর সংগঠনের নেতা কমরেড শংকর বাগ্দি… গ্রাম কমিটির পক্ষে উপস্থিত ছিল কমরেড সুকুমার মেটে, কমরেড গোপাল মেটে আরও অনেকে।

আজ বর্ধমান সদর -২ এরিয়া কমিটির অন্তর্গত বড়শুলে পশ্চিম কোঁড়াপাড়ায় বঙ্গীয় সাক্ষরতার প্রসার সমিতির উদ্যোগে স্থানীয় মানুষের বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন হলো।

বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতি পুর্ব বর্ধমান জেলা কমিটির উদ্দ্যোগে আজ ৮ সেপ্টেম্বর ৫৫তম বিশ্ব সাক্ষরতা দিবস ও সমিতির ৩৪ তম প্রতিষ্ঠা দিবস পালিত হয় সমিতির জেলা দপ্তর জাগরী ভবনে।সমিতির পতাকা উত্তোলন করেন বিএসপিএস জেলা সভাপতি অধ্যাপক সাইদুল হক। সাক্ষরতা আন্দোলন ও গনআন্দোলনের শহীদদের স্মৃতিতে মাল্যদান করা হয়।বিশ্ব সাক্ষরতা দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন সাইদুল হক। উপস্থিত ছিলেন কমল হাজরা,কার্তিক চক্রবর্তী, পরিতোষ কুরি,স্বপন চক্রবর্ত্তী, বুদ্ধদেব মন্ডল, সমীর দাস, সন্তোষ বিশ্বাস, শঙ্কর মালাকার সহ অন্যান্যরা। এ ছাড়া ভাতার, কালনা, মেমারী, মন্তেশ্বর, গুসকরা, সদর২, প্রভৃতি এলাকায় পালিত হয়।ভাতারে ছিলেন জেলা সম্পাদক ইন্দ্রজিৎ হাজরা, শিবশঙ্কর চ্যাটার্জী। আজ সন্ধ্যায় জেলা ফেসবুক পেজে আলোচনা সভা হবে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।