কল্পনা গুপ্ত :চিন্তন নিউজ:২১ শে সেপ্টেম্বর -গতকাল মেমারী-২ এরিয়া কমিটির অন্তর্গত কালেশ্বর শাখার উদ্যোগে মূল্যবৃদ্ধি সহ কেন্দ্রীয় সরকারের কৃষক বিরোধী নীতি ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে এবং স্থানীয় সমস্যা সমাধানের দাবিতে ৩টে ৩০মিনিটে কালেশ্বর ব্যাকপাড়া থেকে শুরু করে সমগ্র কালেশ্বর হয়ে মেলনা, তালবোনা, ভান্ডুল হয়ে রেঞাঁয় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রচার সভা হয়। বক্তব্য রাখেন শান্তি ব্যানার্জ্জী, সুব্রত মিত্র, দেবজিৎ ব্যানার্জ্জী। শাহানুই গ্রামে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধির প্রতিবাদে গতকাল মিছিল ও পথসভা হয় মেমারি-১ পশ্চিম।
ওয়েস্ট বেঙ্গল মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইউনিয়ন পূর্ব বর্ধমান জেলা কনভেনশন অনুষ্ঠিত হয় বর্ধমান শহরে। সম্মেলনের সূচনায় সি আই টি ইউ-র পতাকা উত্তোলন করেন সি আই টি ইউ, পূর্ব বর্ধমান জেলা সভাপতি অঞ্জন চ্যাটার্জি। সম্মেলনে বক্তব্য রাখেন কার্যকরী সভাপতি আসাদুল্লা গায়েন, তাপস চ্যাটার্জি ।১০০জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।৪৭জনের জেলা কমিটি গঠিত হয়। সভাপতি নির্বাচিত হন নজরুল সেখ, কার্যকারী সভাপতি তাপস চ্যাটার্জি, সাধারণ সম্পাদক মহবুব আলম , কোষাধ্যক্ষ পদে কাজল রায় নির্বাচিত হন।
বর্ধমান শহর এর গোদা অঞ্চলের পার্টি সদস্য হাবিবুর রহমানের (মোহন দা) স্মরণ সভা অনুষ্ঠিত হলো গোদা পুতুল কারখানা মাঠে। এই স্মরণসভায় স্মৃতিচারণ করেন আভাস রায়চৌধুরী।
বর্তমান সময়ে রক্তের ঘাটতি মেটাতে সিপিআই(এম) কাটোয়া শহর এরিয়া কমিটির উদ্যোগে কাটোয়া সুবোধ স্মৃতি ভবনে আয়োজিত হল রক্তদান শিবির৷ শিবিরে ৭জন মহিলা সহ মোট ৩০ জন রক্তদান করেন৷ শিবিরে রক্তদানকারী এবং উপস্থিত সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়েছেন সিপিআই(এম) কাটোয়া শহর এরিয়া কমিটির সম্পাদক প্রকাশ সরকার৷
দুধপুকুর পাড়াসুলতানপুর মহিলাদের পাড়াবৈঠক, ২৯ শে সেপ্টেম্বর পৌরসভা অভিযানকে সামনে রেখে। আজ ২১ সেপ্টেম্বর — মেমারি-১ পশ্চিম এরিয়া কমিটির অন্তর্ভুক্ত দক্ষিণ ৪ শাখার পক্ষ থেকে নীচু মাঠপাড়ায় পৌরসভার অভিযানকে সামনে রেখে পাড়া বৈঠক হয়।
আজ কেতুগ্রাম পালিটা ১ শাখার কাসেম আলি করোনা রোগে প্রয়াত হয়েছেন গতকাল। আজ তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক মিছিল ও শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন এরিয়া সম্পাদক আনসারুল হক।
মুটিয়া মজদূর ইউনিয়ন কালনা ২ নং এরিয়া কমিটির ডাকে মুটিয়া মজদুর দের মজুরী ও বোনাস দাবিতে কালনা ২ বি,বি,ও – র কাছে ডেপুটেশনে ও সভা হয়। এই সভায় সভাপতিত্ব করেন শ্রীকুমার দুবে, বক্তব্য রাখেন সুশান্ত ব্যানার্জী । ডেপুটেশনে যান মহম্মদ শা, আকবর শেখ ও বেচু ক্ষেত্রপাল ।