জেলা

পূর্ব বর্ধমান জেলার খবর


কল্পনা গুপ্ত: চিন্তন নিউজ:- ১৬ সেপ্টেম্বর – আজ গলসী ১, বুদবুদ বাজারে এ বি পি টি এর পথসভা হলো জাতীয় শিক্ষানীতির প্রতিবাদে। বক্তা ছিলেন বিশ্বনাথ দাস, মুস্তাক আহমেদ, আশীষ চক্রবর্তী।

আজ মন্তেশ্বর আঞ্চলিক কমিটির অন্তর্গত রায়গ্রামে ১৫জন যুবক ডিওয়াইএফআই এর পতাকা তুলে নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আঞ্চলিক কমিটির সভাপতি শান্তি মন্ডল ও সহ সভাপতি শামিম মন্ডল ।সম্পাদক আগতদের কাছে সংগঠনের উদ্দেশ্য ও কর্মসূচি ব্যাখ্যা করেন।রাজু সেখ সম্পাদক ও মফিজুল সেখকে সভাপতি করে মামুদপুর ১ ইউনিট পুনর্গঠিত হয়।এছাড়াও সভায় উপস্থিত ছিলেন গনআন্দোলনের নেতৃত্ব ওসমান গনি সরকার ।

ভারতের কমিউনিষ্ট পার্টি(মার্কসবাদী) কালনা -২নং এরিয়া কমিটির অকালপৌষ অঞ্চলের কুতুবপুর গ্রামে শহীদ অলি আহাম্মদ খাঁনের ৩১ তম শহীদ দিবস পালিত হলো। রক্ত পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে পুষ্প প্রদানের মধ্য দিয়ে।পতাকা উত্তোলন করেন পার্টির নেতা তপন মুখার্জি। ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন গণসংগঠনের নেতৃত্ব ও গ্রামের সাধারণ মানুষ। বক্তব্য রাখেন কাজী নুরুল ইসলাম। শহীদ স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করা হয়।

মূল শহীদ বেদীতে পতাকা উত্তোলন করেন ভারতের কমিউনিষ্ট পার্টি (মাঃ) কেন্দ্রীয় কমিটির অন‍্যতম সদস্যা অঞ্জু কর। কালনা-২নং এরিয়া কমিটির সমস্ত পার্টি নেতৃত্ব ও গণসংগঠনের নেতৃত্বরা শ্রদ্ধা নিবেদন করেন।সভায় বক্তব্য রাখেন অঞ্জু কর, সভাপতিত্ব করেন কালনা-২ আঞ্চলিক কমিটির সম্পাদক সনাতন টুডু। কালনা শহরে সি পি আই এমের উদ্যোগে ১৮ নম্বর ওয়ার্ডে শকুন্তলার মোড়ে পথসভা ও মাস্ক বিতরণ হয়।

আজ বিকাল ৪টার সময় গুসকরা শ্রমিক ভবনে সি আই টি ইউ গুসকরা শহর কমিটির কনভেনশন হয়। উপস্থিত ছিলেন প্রশান্ত কর্মকার, জয় প্রকাশ রায়,এবং অপল মাজি। এরিয়া নেতৃত্ব দোলদাস কর্মকার, সুব্রত মজুমদার এবং এরিয়া নেতৃত্ব রবীন্দ্র নাথ পাত্র ও দেবেন্দ্র নাথ সাধু ।কনভেনশনে কেন্দ্রীয় সরকারের শ্রমনীতির খারাপ দিক, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, সীতারাম ইয়েচুরি সহ বিশিষ্ট সমাজকর্মীদের দিল্লি দাঙ্গার চার্জসিটে নাম যুক্ত করার বিরুদ্ধে তীব্র সমালোচনা হয়। ১৫ জনকে নিয়ে কমিটি গঠিত হয়।সম্পাদক নির্বাচিত হন রতন বসু।সভাপতি নির্বাচিত হন কানাই সরকার।

মেমারি ১ পূর্ব এরিয়া কমিটির আমুদপুর গ্রামের বাসিন্দা পাঁচু গোপাল বিশ্বাস আজ দুপুর ১২টা ২০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে প্রয়াত হন। রাজ্য সরকারী কর্মচারী আন্দোলনের মধ্য দিয়ে তিনি কমিউনিস্ট পার্টির সংস্পর্শে আসেন এবং কমিউনিস্ট পার্টির সদস্য হন।তিনি খাদ্য ও সরবরাহ বিভাগের কর্মী ছিলেন। তিনি পেনশনার্স সমিতির সক্রিয় কর্মী হন। তিনি দলমতনির্বিশেষে সকলের কাছের মানুষ ছিলেন। চাকুরী থেকে অবসরের পর তিনি নিজ গ্রাম হতে পঞ্চায়েত সদস্য নির্বাচিত হন। এলাকার গণআন্দোলন, সাক্ষরতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
আজ বিকালে তাঁর মরদেহে লাল পতাকা প্রদান, মাল্যদান পর্ব, স্মৃতিচারণ ও নীরবতা পালিত হয়। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।
তাঁর জীবনাবসানে গভীর শোকপ্রকাশ করেছেন মেমারি ১ পূর্ব এরিয়া কমিটির অভিজিৎ কোঙার। গভীর শোকপ্রকাশ করেছেন পার্টির জেলা সম্পাদক অচিন্ত্য মল্লিক।

কেতুগ্রামের নিরোল থেকে কোমরপুর মিছিল ডিওয়াইএফ আই-এর আহ্বানে‌। মিছিল শেষে কোমরপুর হাটতলায় যুব-সমাবেশে বক্তব্য রাখছেন ডিওয়াইএফআই পূর্ব বর্ধমান জেলা সম্পাদক কমরেড অয়নাংশু সরকার।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।