জেলা

পূর্ববর্ধমান জেলার খবর


কৌশিক সরকার, চিন্তন নিউজ:২০শে আগস্ট:- কমরেড বিদ্যুৎবরণ ভক্ত-র জীবনাবসান। গতকাল১৯-০৮-২০ তারিখ রাত ১১টা ৩৫ মিনিট নাগাদ অকস্মাৎ হৃদঘাতে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন। কমরেড বিদ্যুৎবরণ ভক্ত দাঁইহাট পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ছিলেন,, পার্টির কাটোয়া ২ এরিয়া কমিটির অন্যতম প্রবীণ সদস্য, পার্টির দক্ষ সংগঠক, শ্রমিক নেতা, সি আই টি ইউ – কাটোয়া ২ আঞ্চলিক কমিটির সম্পাদক, জেলা কমিটির সদস্য, চরপাতাইহাট হাইস্কুলের জনপ্রিয় শিক্ষক ছিলেন।তাঁর এই অকস্মাৎ জীবনাবসানে গভীর শোকপ্রাকাশ করেছেন সি পি আই(এম) পূর্ব বর্ধমান জেলা সম্পাদক কমরেড অচিন্ত্য মল্লিক। গত ১৫ ই আগস্ট বিকেলে দাঁইহাটে সিটু অফিসের সামনে সংবিধান রক্ষার শপথ পাঠ করছেন কমরেড বিদ্যৎবরণ ভক্ত। এটাই তাঁর শেষ বড় প্রকাশ্য কর্মসূচি। এছাড়াও নিখিলবঙ্গ শিক্ষক সমিতি পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমার অন্তর্গত কাটোয়া ২ আঞ্চলিক শাখার প্রাক্তন সভাপতি ছিলেন,, নিখিল বঙ্গ শিক্ষক সমিতি পূর্ব বর্ধমান জেলা বিদ্যুৎবরণ ভক্তের স্মৃতির প্রতি শ্রদ্ধা এবং পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে অনেকে ।

কৌশিক সরকার, আর‌ও জানাচ্ছেন, আরামবাগ রোডের মত ব্যস্ততম এই রাস্তার প্রায় ১২.৫ কিমি জুড়ে দীর্ঘ ৮-৯ মাস ধরে এমনই বিবর্ণ দশা বেরিয়ে পড়েছে। বৃষ্টিতে জলতো জমেই এমনকি গ্রীষ্মকালে অসম্ভব পরিমানে ধুলো ওড়ে,, যার ফলে ঐ রাস্তায় যাতায়াত করা খুবই বিপদজনক। অবিলম্বে এই রাস্তা মেরামতি না করলে আরও বড়ো বিপদের মুখে পড়তে হবে সাধারন মানুষকে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।