রাজ্য

পূর্ব বর্ধমান জেলার খবর


চিন্তন নিউজ, সংবাদদাতা কল্পনা গুপ্ত,১২ ই সেপ্টেম্বর, ২০২০:- আজ কালনা শহরের ১৮ নম্বর ওয়ার্ডে স্যানিটাইজেশন করা হলো ডি ওয়াই এফ আই, এ আই ডি ডব্লু এ, সি পি আই এম কর্মীদের উদ্যোগে। মানুষের জন্য মানুষের সাথে এবং সাধারণ মানুষের স্বার্থরক্ষার লড়াই ও অধিকার আদায়ের লড়াইকে সামনে রেখে দরকারে মানুষের পাশে থাকার উদ্দেশ্যে এই কর্মসূচি পালিত হলো।

প্রয়াত মহিলা নেত্রী কমরেড রেবা লাহিড়ী স্মৃতি রক্তদান শিবির ১২ সেপ্টেম্বর, ২০২০ ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন বর্ধমান শহর ১ নং আঞ্চলিক কমিটির উদ্যোগে প্রণব বটব্যাল ভবনে স্বেচ্ছা রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন পূর্ব বর্ধমান জেলা কমিটির সম্পাদক কমরেড অয়নাংশু সরকার, এছাড়া বক্তব্য রাখেন প্রাক্তন যুব নেতা কমরেড অতনু হই, উপস্থিত ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব কমরেড তাপস সরকার, কমরেড অপূর্ব চ্যাটার্জী, কমরেড নজরুল ইসলাম, কমরেড দুলাল নাগ, মহিলা নেত্রী কমরেড সুপর্ণা ব্যানার্জি, সি আই টি ইউ নেতৃত্ব কমরেড তুষার মজুমদার, ডিওয়াইএফ‌আই জেলা সভাপতি কমরেড স্বর্ণেন্দু দাস, আঞ্চলিক কমিটির সম্পাদক কমরেড সোহম ঘোষ, সভাপতি কমরেড অঞ্জন দত্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ। এই উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব নত অভিজিৎ নন্দী। রক্তদান শিবিরে ৪ জন যুবতী সহ মোট ৫০ জন রক্ত দান করেছেন। রক্তদাতাদের মধ্যে ব্যাপক উৎসাহ ছিল। একি পরিবারের বাবা, মা, পুত্র তিন জন রক্ত দিয়েছেন। বামপন্থীরাই পারে এই নজির সৃষ্টি করতে। এই করোনা পরিস্থিতির কারণে সরকারী বিধির ফলে ৫০ জনের বেশী রক্ত নেওয়া সম্ভব হয় নি ,তাই প্রায় ১৭ জন রক্তদাতাকে ফিরে যেতে হয়। হাওড়ায় রক্তদান শিবিরে তৃণমূলের গুন্ডাবাহিনীর নক্কারজনক আক্রমণের তীব্র নিন্দা করা হয়। রক্ত দেওয়ার পর রক্তদাতাদের হাতে সংগঠনের পক্ষ থেকে শংসাপত্র, চে ‘ র ছবি দেওয়া মাস্ক তুলে দেওয়া হয়।

মেমারি ২ নম্বর ওয়ার্ডে, পৌরসভা খাঁড়ো গ্রামে মহিলাদের পাড়া বৈঠক ও সদস্য সংগ্রহ অভিযান। মেমারি-১ পশ্চিমের কর্মসূচি।

এস‌এফ‌আই, পূর্ব বর্ধমান জেলার টেকনিক্যাল ও প্রফেশনাল সাব কমিটির পক্ষ থেকে জেলাশাসকের নিকট জেলার ইঞ্জিনিয়ারিং ছাত্র ছাত্রীদের প্যান্ডামিকে অনলাইন ব্যবস্থা পরীক্ষা গ্রহণের ক্ষেত্রে গরীব দুঃস্থ ছাত্র- ছাত্রীদের মোবাইল- ডেটা প্যাক সহ প্রয়োজনীয় সামগ্রী প্রদান ,ফিস মুকুব , ইউনিভার্সিটি কর্তৃক নির্ধারিত পরীক্ষা পদ্ধতিতে অংশগ্রহণে অপরাগ ছাত্রের জন্য বিকল্প পন্থা নির্ধারণ সহ এস সি/ এসটি/ ওবিসি স্কলারশিপ ফর্ম ফিলাপের সময়সীমা বৃদ্ধি, সিলেবাসের যে টুকু ক্লাসে পড়ানো হয়েছে সেই বিষয়ের মধ্যেই পরীক্ষা নিতে হবে এই সংক্রান্ত দাবীতে আজ অনলাইন এ স্মারকলিপি প্রদান করা হল।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।