জেলা

পূর্ব বর্ধমান জেলার খবর


কৌশিক সরকার : চিন্তন নিউজ:৯ই সেপ্টেম্বর:- আজ ৯ সেপ্টেম্বর পরিযায়ী শ্রমিক সহ অন্যান্য শ্রমিকদের বিভিন্ন আর্থিক দাবি নিয়ে গণডেপুটেশন। সি-আই-টি-ইউ জামালপুর ১ সমন্বয় কমিটির পক্ষ থেকে মিছিল করে জামালপুর ব্লকের বিডিওকে ডেপুটেশন দেওয়া হয়। ডেপুটেশন দিতে যান-কমরেড ভোলা পাল, কমরেড সুকুমার ঘোষ, কমরেড গণেশ ঘোষ। সভায় বক্তব্য রাখেন -কমরেড সুকুমার মিএ,কমরেড নারান ঘোষ ও কমরেড ভোলা পাল।

এছাড়াও আজ বর্ধমান পার্কাস রোড সি পি আই এম পার্টির জেলা দপ্তরে প্রেস কনফারেন্স এ উপস্থিত ছিলেন এস‌এফ‌আই পূর্ব বর্ধমান জেলা সম্পাদক অনির্বান রায়চৌধুরী ও জেলা সভাপতি বিশ্বরূপ হাজরা। পূর্ব বর্ধমান জেলার ডিএম-কে ডেপুটেশন দেওয়া হয়। আগামী ১৩/০৯/২০২০ তারিখে সর্বভারতীয় ডাক্তারি পরীক্ষা ও নীট ,২০২০ (NEET) সারা দেশ জুড়ে অনুষ্ঠিত হতে চলেছে। সারা দেশের মতো এই জেলার বহু ছাত্র-ছাত্রীও এই বছর নীট পরীক্ষায় অংশগ্রহণ করছে। বিগত বছরের থেকে এই বছরের পরিস্থিতি ভিন্ন। করোনা মহামারী পরিস্থিতিতে পরীক্ষার্থীরা পরীক্ষা গ্রহণ কেন্দ্রে উপস্থিত হতে গিয়ে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে ছাত্র ফেডারেশন। জেলার অভ্যন্তরে পরীক্ষার্থীরা যাতে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে গিয়ে কোনো অসুবিধার সম্মুখীন না হয় তার জন্য ভারতের ছাত্র ফেডারেশন পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে জেলা শাসক ও পূর্ব বর্ধমান জেলার সমগ্র প্রশাসনের কাছে বেশ কিছু অগ্রিম পরিকল্পনা গ্রহনের দাবি জানিয়েছে এস এফ আইয়ের পক্ষ থেকে। দাবিগুলো–
১/ রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী আগামী ১১ ও ১২ই সেপ্টেম্বর লকডাউন থাকবে কিন্তু আগামী ১৩ই সেপ্টেম্বর নীট ২০২০ পরীক্ষার আগের দিন এই লকডাউন থাকার ফলে রাজ্য সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্যের সমস্ত সরকারী ও বেসরকারি পরিবহন ব্যবস্থা বন্ধ থাকবে ফলে যে সমস্ত ছাত্রছাত্রীরা এই জেলা থেকে অন্য জেলায় দূরবর্তী পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দিতে যাবে তাদের যেন যানবাহন বা অন্য আনুষাঙ্গিক বিষয়ে সমস্যার সম্মুখীন হতে না হয় তার জন্য জেলা প্রশাসনের মাধ্যমে রাজ্য সরকারের কাছে আগামী ১২ই সেপ্টেম্বর লকডাউন প্রত্যাহারের আবেদন জানানো হয়।

২/ এই বিশেষ পরিস্থিতিতে ট্রেন পরিষেবা বন্ধ এবং সরকারি ও বেসরকারি পরিবহনও বর্তমানে স্বাভাবিক অবস্থায় নেই, পরিবহন ব্যবস্থায় বেশ কিছু সমস্যার সৃষ্টি হয়েছে। ফলে এই সমস্যার সম্মুখীন হয়ে কোনো পরীক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ কেন্দ্রে উপস্থিত হওয়ায় যাতে কোনো রকম অসুবিধার সম্মুখীন হতে না হয় তার জন্য জেলা প্রশাসনের কাছে বিনামূল্যে বিশেষ ট্রেন, বাস ও অন্যান্য পরিবহন ব্যবস্থা আগামী ১২ ও ১৩ই সেপ্টেম্বর পরীক্ষার্থীদের জন্য কার্যকরী করার ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

৩/ অন্য জেলার থেকে পূর্ব বর্ধমান জেলার কেন্দ্রগুলিতে আগত পরীক্ষার্থীদের শারীরিক পরীক্ষা, সুরক্ষার ব্যবস্থা এবং এখনো পর্যন্ত হোটেল ও আবাসন পরিষেবা সর্বত্র সম্পূর্ণ ভাবে স্বাভাবিক না হওয়ার ফলে কোন পরীক্ষার্থী পরীক্ষার দিনের আগে জেলার অভ্যন্তরে আবাসন সংক্রান্ত কোন সমস্যার সম্মুখীন যেন না হয় তার জন্য জেলা প্রশাসনের অগ্রিম পরিকল্পনা গ্রহণের দাবি জানানো হয়।

৪/ পরীক্ষা গ্রহণ কেন্দ্রগুলি যেন পরীক্ষার্থীদের জন্য যথাযথ সুরক্ষিত থাকে, সকল পরীক্ষার্থীদের যাতে যথাযথ শারীরিক দূরত্ব বজায় রেখে পরীক্ষাকেন্দ্রে বসানো হয়, পরীক্ষা গ্রহণের আগে সকলের যাতে যথাযথ শারীরিক পরীক্ষা হয় সেই বিষয়ে জেলা প্রশাসনকে সচেতন থাকতে বলা হয়েছে।

৫/পরীক্ষার্থীদের সাহায্যের জন্য জেলা প্রশাসনিক স্তরে একটি কেন্দ্রীয় হেল্পলাইন নম্বর ও হেল্প ডেস্ক এর ব্যবস্থা গ্রহণের দাবি রাখা হয়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।