জেলা

পূর্ব বর্ধমান জেলার খবর-


চিন্তন নিউজ:১লা সেপ্টেম্বর,২০২০:- সংবাদদাতা- কল্পনা গুপ্ত:- আজ ১লা সেপ্টেম্বর, যুদ্ধবিরোধী দিবসে, ডিওয়াইএফ‌আই কাটোয়া- পানুহাট আঞ্চলিক কমিটির উদ্যোগে কাটোয়া শহরের ৮ ও ৯ নং ওয়ার্ডে বসতি এলাকায় স্যানিটাইজেশান কর্মসূচী পালন করা হল।

সংবাদদাতা- কৌশিক সরকার জানাচ্ছেন,
আজ গোটা রাজ্যের সাথে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরে পূর্ণ মর্যাদায় পালিত হলো ছাত্র শহীদ দিবস। বর্ধমান রাজ কলেজে আনোয়ার হোসেনের শহীদ বেদী, বিবেকানন্দ কলেজে নিত্য পালের শহীদ বেদী এবং এস‌এফ‌আই পূর্ব বর্ধমান জেলা অফিসে পালিত হলো ছাত্র শহীদ দিবস।১৯৫৯ সালের ৩১ শে আগষ্ট ক্ষুধার্ত ৮০টি মানুষের মিছিলে তৎকালীন মুখ্যমন্ত্রী বিধান রায়ের পুলিশ নির্মমভাবে হত্যার প্রতিবাদে ১ লা সেপ্টেম্বর ছাত্রদের প্রতিবাদ আন্দোলন শুরু হয় এবং আবার পুলিশের গুলিতে নিহত হয় ছাত্ররা। তাই এইদিনটিকে প্রতিবারের মত যাথাযোগ্য মর্যাদায় পালন করলো সি পি আই (এম) এর ছাত্র, যুব সংগঠন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।