চিন্তন নিউজ, কৌশিক সরকার, ২৮ শে সেপ্টেম্বর—— আজ ২৮ শে সেপ্টেম্বর সারা ভারত কৃষক সভা কালনা ২ ব্লক কমিটির উদ্যোগে শহীদ ভগৎ এর জন্মদিবস যথাযথ মর্যাদায় পালিত হলো সেনেরডাঙ্গা দপ্তরে। বিপ্লবী ভগৎ সিং-এর প্রতিকৃতিতে মাল্যদান ও সংগঠনের পতাকা উত্তোলন করেন সংগঠনের কালনা ২ – এর সভাপতি কমরেড কাজী নুরুল ইসলাম । পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সভায় শহীদ ভগৎ সিং-এর আদর্শ নিয়ে আলোচনা করেন কমরেড কাজী নুরুল ইসলাম । উপস্থিত ছিলেন কমরেড মহঃ আলি , কমরেড মহঃ শা প্রমুখ।
এছাড়াও ভাতাড় ২ আঞ্চলিক কমিটির গণসংগঠন গুলোর মিলিত উদ্যোগে কাশিপুর অফিসে ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম বিপ্লবী ভগৎ সিং এর জন্মদিনে তার প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন কর্মসূচি পালিত হয়।
তারই সাথে ডি-ওয়ায়-এফ-আই বর্ধমান শহর ১ আঞ্চলিক কমিটির অফিসে (কাছারি রোড) ডিওয়াইএফআই – এসএফআই এর উদ্যোগে ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম বিপ্লবী ভগৎ সিং জন্মদিনে তার প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে শ্রদ্ধাজ্ঞাপন কর্মসূচি পালিত হয়।
এছাড়াও আজ শহীদ স্বাধীনতা সংগ্রামী কমরেড ভগৎ সিং এর জন্ম দিবস পালিত হলো কালনা ১ নং এরিয়া কমিটির অভ্যন্তরে নিভূজি পার্টি অফিসে, উপস্থিত ছিলেন এরিয়া কমিটির সম্পাদক কমরেড সুকুল সিকদার ও অন্যান্য নেতৃত্ব।
তার সাথে খণ্ডঘোষ ব্লক কৃষকসভার উদ্দ্যোগে( ১ ও ২) শহীদ ভগৎ সিং এর ১১৩ তম জন্মবার্ষিকী পালিত হয় শাঁকারীতে। বক্তব্য রাখেন কম :জিয়াউল হক, ছাত্র সংগঠনের জেলা সভাপতি কমঃ বিশ্বরূপ হাজরা, কম: হারু পাল,সভাপতিত্ব করেন নন্দ কুমার বসু উপস্থিত ছিলেন বিজয় ঘোষ ।
আরও দুটি কর্মসূচী অনুষ্ঠিত হলো আজ। দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে এবং সর্বভারতীয় নেতৃত্ব বৃন্দা কারাতের নাম মিথ্যা মামলার প্রতিবাদে, কাটোয়া গোয়েঙ্কাবাড়ি মোড়ে মহিলা জমায়েত ও সভা অনুষ্ঠিত হলো এবং ভারতের ছাত্র ফেডারেশন বৈকুণ্ঠপুর ১ ইউনিট কমিটির পক্ষ থেকে আজ ভগৎ সিং এর জন্মদিন উপলক্ষে স্বস্তিপল্লি বারোয়ারি তলায় পতাকা উত্তোলন করেন ইউনিট কমিটির সভাপতি অরুনাভ মিত্র।উক্ত সভায় উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্যা উষসী রায়চৌধুরী, স্নেহা ব্যানার্জি প্রমুখ।