চিন্তন নিউজ:২৮ শে আগস্ট:- কৌশিক সরকার জানাচ্ছেন, আজ ২৮ শে আগষ্ট সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির ডাকে সারা দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। এই কর্মসূচির অঙ্গ হিসেবে আজ বর্ধমান শহর এক নম্বর আঞ্চলিক কমিটির উদ্যোগে মহিলা আন্দোলনের নেত্রী প্রয়াত কমরেড বিভা কোনার-এর নামাঙ্কিত ভবনের সামনে বেশ কিছু দাবি-দাওয়া নিয়ে বিক্ষোভ, প্রতিবাদ কর্মসূচি পালিত হয় । এই কর্মসূচিতে বক্তব্য রাখেন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি পূর্ব বর্ধমান জেলার সম্পাদিকা কমরেড সুপর্ণা ব্যানার্জি। এই প্রতিবাদ কর্মসূচির পর দুটি ওয়ার্ডে মহিলা সংগঠনের কর্মী নেতৃত্ব নিজেরা স্যানিটাইজ করেন এবং গরীব শ্রমজীবী মহিলাদের মাস্ক বিতরণ করেন।
কল্পনা গুপ্ত জানিয়েছেন- গতকাল ২৭ আগস্ট বর্ধমান শহর-২ এরিয়ার ২২ নং ওয়ার্ডে রাইসমিল শ্রমিকদের নিয়ে একটি ছোট্ট গ্রুপসভা হয়েছে। সেই সভায় বক্তব্য রাখেন কমরেড তড়িৎ ঘোষ।

সংবাদদাতা- কল্পনা গুপ্ত:- গতকাল অর্থাৎ ২৭ আগস্ট,, আগামী ১২ সেপ্টেম্বর রক্তদান শিবির ও সদস্য সংগ্রহকে লক্ষ্য রেখে বর্ধমান সদর-২ এরিয়া কমিটি অন্তর্গত নবস্থা -১ অঞ্চলে সারা ভারত খেতমজুর ইউনিয়নের ডাকে কর্মীসভা অনুষ্ঠিত হয়।

সংবাদদাতা-কৌশিক সরকার জানাচ্ছেন আজ ২৮ শে আগস্ট, ভাতার-১ বাজারের রবীন্দ্রপল্লিতে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির উদ্যোগে ১৬ দফা দাবির ভিত্তিতে কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে শ্লোগান সাউটিং মধ্যে দিয়ে বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়।

সংবাদদাতা সমীর দাস এর রিপোর্ট:- নারী নির্যাতনের বিরুদ্ধে ও জনজীবনের বিভিন্ন দাবিতে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি (AIDWA) পূর্বস্থলী আঞ্চলিক কমিটির উদ্যোগে সর্ব ভারতীয় দাবী দিবসে পূর্বস্থলী স্টেশন বাজারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন রাজ্য সভানেত্রী কমরেড অঞ্জু কর, রাজ্য কমিটির সদস্যা কমরেড আলেয়া বেগম ও জেলা কমিটির সদস্যা কমরেড ঝুমা দত্ত। সভাপতিত্ব করেন আঞ্চলিক কমিটির সভানেত্রী কমরেড বাসন্তী কুরি।
