সুপর্ণা রায়: চিন্তন নিউজ:২১/০৩/২০২৩:– আজ মঙ্গলবার রাত দশ টা পনের মিনিট নাগাদ জোরালো ভূমিকম্পে কেঁপে উঠলো রাজধানী দিল্লি সহ আশপাশের অঞ্চল । প্রত্যক্ষ দর্শীদের কথা অনুযায়ী প্রায় পঁয়তাল্লিশ সেকেন্ড ধরে পর পর তিন বার কেঁপে উঠে দিল্লির মাটি — রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৭’৭ বলে ভু বিঞ্জানী দের অনুমান। তবে এই ভূমিকম্পের জেরে এখনও পর্যন্ত কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি ।
প্রাথমিক ভাবে জানা গেছে আফগানিস্তান এর উত্তর- পশ্চিম অংশ এই ভূমিকম্পের উৎসস্থল । আফগানিস্তানে র পাশাপাশি পাকিস্তান , তাজিকিস্তান , কিরঘিজস্তান ও চীনের শিনজিয়াং এও তীব্র কম্পন অনুভূত হয় । একমাসও হয়নি এখনো — গত বাইশে ফেব্রুয়ারি দিল্লির মাটি কেঁপে উঠেছিল ।
প্রসঙ্গত উল্লেখ্য গত তিন বছরে বেশ কয়েক বার ভূমিকম্প হয়েছে দিল্লিতে । ভূমিকম্পের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো দিল্লি শহর জুড়ে । মানুষ জন আতঙ্কে রাস্তায় বেরিয়ে পড়েন । এক ই চিত্র দেখা গেছে রাজস্থান , পাঞ্জাব , হরিয়ানা, হিমাচল প্রদেশ সহ গোটা উত্তর ভারতের বিভিন্ন জায়গায়।