চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত : ১৭ ই অক্টোবর:- -গুসকরা পশ্চিম এরিয়া কমিটি এলাকার অমরপুর অঞ্চলের তৃণমূল সন্ত্রাস কবলিত বিষ্ণুপুর – বেলেমাঠ গ্রাম এলাকার পার্টি অফিস গ্রামের পার্টি কর্মী – দরদী সমর্থকেরা পুনরায় দখল করে ভারতের কমিউনিস্ট পার্টির শতবর্ষে পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মাল্যদান করে।
আজ পূর্ব বর্ধমানের বিভিন্ন জায়গায়, বিভিন্ন গ্রামে কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠার ১০০ বছর পূর্তি অনুষ্ঠান পালিত হলো বিভিন্নভাবে। কেতুগ্রাম ১ এরিয়া পালিটা শাখায় পালিত হলো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। রায়নার পহলামপুরে রুপসিড়া শাখায়, আড়ুই পাষন্ড শাখায়,কাটোয়া শহরে সুবোধ স্মৃতি ভবনে শতবর্ষে পতাকা উত্তোলন করা হয়। ভারতের কমিউনিষ্ট পার্টি ( মাঃ) ১০১ তম প্রতিষ্ঠা দিবসে পার্টির কালনা ২ এরিয়া কমিটির দপ্তরে মর্যাদার সাথে পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে ফুল ও মালা দিয়ে শহীদদের শ্রদ্ধা জানান হয় পূর্বস্থলী এরিয়া কমিটির বিভিন্ন শাখা এলাকার বুথে পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মাল্যদান করা হয়।
ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠার শতবর্ষ পূর্তি উপলক্ষে আজ ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) বর্ধমান শহর ২নং এরিয়া কমিটির অন্তর্গত ৮টি এলাকায়; এরিয়া অফিস, নীলপুর বাজার পার্টী অফিস, পার বীরহাটা পার্টী অফিস, ভাতছালা পার্টী অফিস, আলমগঞ্জ, বেড়, রথতলা, কাঞ্চননগর এলাকায় যথাযোগ্য মর্যাদার সাথে পালন করা হয়।
বর্ধমান শহর ১ নং এরিয়া কমিটিতে মোট ১৭ টি এলাকায় পার্টির লাল পতাকা উত্তোলন ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
- কালনা গেট বাজার অফিসে
- রামকৃষ্ণপল্লী অফিস
- খালুইবিল মাঠ
- কাছারীরোড অফিস
- ৮ নং ওয়ার্ড ওয়ার্ড
- বিধানপল্লী
- উত্তরণ অফিস
- ৩ নং ইছলাবাদ অফিস
- খোসবাগান
- বোরহাট
- রাজগঞ্জ
- লাকুর ডি
- গোদা বটতলা
- গোদা অফিস
- সুভাষপল্লী অফিস
- নার্স কোয়াটার মোড়
- ভাঙ্গাকুঠি
অধিকাংশ বুথেই পার্টির লাল পতাকা দিয়ে সাজানো হয়।
ভারতের কমিউনিস্ট পার্টির একশত বর্ষ পূর্তি উপলক্ষে ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী পক্ষ থেকে সারাদেশে দিনটিকে উদযাপন করা হচ্ছে। মঙ্গলকোট এরিয়া কমিটির পক্ষ থেকে গ্রামে-গ্রামে, গঞ্জে, চারটি পার্টি অফিসে পতাকা উত্তোলন, শহীদ বেদীতে মাল্যদান, অফিসগুলো আলোকসজ্জায় সাজানো হয়েছে। আজ সকালে নিগনচটি অফিসে পতাকা উত্তোলন মাল্যদানের পর পার্টির ইতিহাস তুলে ধরেন দূর্যোধন সর।
এছাড়াও সুদপুর অঞ্চলে চারটি ব্রাঞ্চে ২২ জায়গায় পতাকা উত্তোলন করা হয়। কালিনা শহরে এরিয়া কমিটির অফিসে পতাকা উত্তোলন করা হয়।
বর্ধমান সদর-১ এরিয়া কমিটির কামনাড়া গ্রামে ভারতের কমিউনিস্ট পার্টির শতবর্ষ উদযাপন করা হয়েছে পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মাল্যদানের মধ্য দিয়ে।