চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত :২রা অক্টোবর – পূর্ব বর্ধমান ২ এরিয়া কমিটির ট্রেড ইউনিয়ন নেতা কাশেম আলি মল্লিকের স্মরণ সভা অনুষ্ঠিত হলো। সভায় বক্তব্য রাখেন কৃষক সভার রাজ্য কমিটির সম্পাদক অমল হালদার ও জেলা কমিটির সম্পাদক সৈয়দ হোসেন, ক্ষেতমজুর ইউনিয়নের জেলা সম্পাদক গণেশ চৌধুরী। সভাপতিত্ব করেন নাজেম আলি মল্লিক। পার্টির অগণিত সমর্থক, কর্মীরা ও নেতৃত্ব মাল্যদান করে শ্রদ্ধা জানান।
আজ উত্তরপ্রদেশের হাথরাসের দলিত সম্প্রদায়ের কিশোরী মনীষা বাল্মিকীর উপর পাশবিক অত্যাচার ও ধর্ষণের প্রতিবাদে ধিক্কার জানিয়ে মিছিল, সভা ও যোগীর কুশপুত্তলিকা দাহ করে ছাত্র যুব নেতৃত্ব বিভিন্ন স্থানে- কালিনা শহরের সুর ও সাথী মীড়ে, কেতুগ্রামে। বর্ধমান শহরের ২ নম্বর এরিয়া কমিটির উদ্যোগে বিবেকানন্দ কলেজ মোড়েও ধিক্কার সভা হয়। সভাপতিত্ব করেন মহিলা নেত্রী পারুল ঘোষ, বক্তব্য রাখেন শ্রাবণী মল্লিক, অনির্বান রায় চৌধুরী, সঞ্জয় মৃধা ও চন্দন ভাট্টাচার্য। অনেক মানুষের জমায়েতে অত্যন্ত কার্যকরী এই সভা শেষ হয় আকাশ চক্রবর্তীর গান দিয়ে।
সারা ভারত কৃষক সভার সম্মেলন হয় খন্ডঘোষের শাঁকারি গ্রামে। গলসীর ভেঁপুরেও সম্মেলন হয়, উদবোধন করেন সৈয়দ হোসেন, বক্তা ছিলেন শিশির কেশ ও সাইফুল হক। সম্মেলনে নতুন সম্পাদক নির্বাচিন হলেন নাসিরুদ্দিন মোল্লা ও সভাপতি হলেন কার্তিক মন্ডল। সভা থেকে কেন্দ্রীয় সরকারের সকল জনবিরোধী নীতির বিরুদ্ধে তীব্র আন্দোলনের ডাক দেওয়া হয়।
বর্ধমান শহরের ইছলাবাদ এলাকায় আজ কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতিগুলির বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয় ও মিছিল করা হয় এই উদ্দেশ্যে-
- জিনিসের দাম কমাতে হবে।
- কৃষি বিল প্রত্যাহার করতে হবে
- ব্যাঙ্ক, রেল, কয়লা বেচে দেওয়া চলবে না
- শ্রম আইন শিথিল করতে হবে।
- উত্তর প্রদেশের দলিত যুবতীকে ধর্ষণ করে খুন করার প্রতিবাদে ধিক্কার জানানো হচ্ছে।