চিন্তন নিউজ:২৯শে আগস্ট,২০২০:- সংবাদদাতা- কল্পনা গুপ্ত:- আজ ২৯ আগস্ট,, ১৯৫৯ সালের খাদ্য আন্দোলনের শহীদ স্মরণে মেমারি ১পূর্ব এরিয়া কমিটির উদ্যোগে আজ বিকালে গ্রাম দেবীপুরে ‘বর্তমান পরিস্থিতি ও আমাদের দায়িত্ব’ শীর্ষক আলোচনা সভা হয়। সভাপতিত্ব করেন খাদ্য আন্দোলনের অভিজ্ঞতা সমৃদ্ধ কমরেড সেখ মনিরুদ্দিন। আলোচনা করেন পার্টি নেতা কমরেড সমর ঘোষ। সভা শেষে স্বাস্থ্যবিধি মেনে মিছিল হয়।
এছাড়াও আজ কুচুট-২ অঞ্চলে কৃষক- ক্ষেতমজুর কনভেনশন তাজপুর গ্রামে অনুষ্ঠিত হল। উপস্থিত ছিলেন কমরেড শান্তি ব্যানার্জ্জী, কমরেড বাদল হেমব্রম। কনভেনশনে সভাপতিত্ব করেন লাল্টু মন্ডল। কনভেনশন থেকে কৃষক সভার সম্পাদক হলেন কমরেড অমলেন্দু মন্ডল ও সভাপতি কমরেড লাল্টু মন্ডল। ক্ষেতমজুর কমিটির সম্পাদক নির্বাচিত হলেন কমরেড জলেশ্বর ভূমিজ এবং সভাপতি হলেন কমরেড গৌর ক্ষেত্রপাল।

আজ গুসকরা পশ্চিম এরিয়া কমিটি এলাকার রামনগর অঞ্চলের ২ শাখা এলাকায় হাটমাধবপুর গ্রামে সাধারণের আট চালায় ২০১১ সালের পর এই প্রথম গ্রাম সভা অনুষ্ঠিত হয় স্থানীয় নেতৃত্বের উপস্থিতিতে। বর্তমান সময়ে মানুষের ভাবনা – চিন্তা, কেন্দ্র ও রাজ্যের জনবিরোধী নীতিগুলি নিয়ে আলোচনা হয়। এই সময়ের মধ্যে আজ ২৯ আগস্ট সিপিআই (এম) কেন্দ্রীয় কমিটির আহ্বান এ দেশ জুড়ে যে প্রতিবাদ সপ্তাহ পালন করার ডাক দেওয়া হয়েছে সেই কর্মসূচি পালন করা হয় আজ গুসকরার ৮ ও ৯ ওয়ার্ডের ৫টি জায়গায়।।

আজ সারা দেশে ১৬ দফা দাবিতে আয়োজিত কর্মসূচি, সি-পি-আই-(এম) কাটোয়া শহরের ১ নং ও ২ নং শাখার উদ্যোগে কাটোয়া কলেজ হোস্টেল মোড়ে, পথ সভা ও মিছিল হয় পাড়ার ভিতরে।
খণ্ডঘোষ ২ জুবিলি,সাঁকো ও দুর্গাপুরে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন কম: মাহফুজ রহমান: জিয়াউল হক, কৌশিক তা, সওকত আলি প্রমুখ।
আজ সি-পি-আই( এম) কালনা ২ এরিয়া কমিটির উদ্যোগে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এই সভায় সভাপতিত্ব করেন কমরেড সনাতন টুডু । সেনেরডাঙ্গা হিমঘরের কাছে আলোচনা করেন সি-পি-আই( এম ) পূর্ব বর্ধমান জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড সুকান্ত কোনার ।

আজ ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ডিওয়াইএফআই পূর্বস্থলী-২ আঞ্চলিক কমিটির উদ্যোগে পূর্বস্থলী ও নিমদহ ইউনিটের পলাশপুলী ও মধুপুর গ্রামে আজ ডিওয়াইএফআই এর সভ্যপদ গ্রহণ অভিযান করা হলো।
সংবাদদাতা-কৌশিক সরকার জানিয়েছেন,
গতকাল অর্থাৎ ২৮.০৮.২০ আগষ্ট সাতগেছিয়া অঞ্চল কৃষক ও ক্ষেতমজুর কমিটির সম্মেলন অনুষ্ঠিত হল, পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মাল্যদানের মধ্য দিয়ে। পতাকা উত্তোলন করেন কমঃ প্রনব দে। বক্তব্য রাখেন কমঃ শান্তি ব্যানার্জী, কমঃ রবীন্দ্র নাথ ঘোষ, কমঃ তাপস বসু। সম্মেলন থেকে নতুন কমিটি গঠন হয় কৃষক সভার। সভা থেকে নির্বাচিত সভাপতি হন কমঃ সমর দত্ত এবং সম্পাদক কমঃ তপন চ্যাটার্জী। এবং ক্ষেতমজুর কমিটির সভাপতি হন কমঃ ক্ষুদিরাম মুর্মু ও সম্পাদক কমঃ ফাগু মুর্মু।
এছাড়াও ২৮ আগস্ট সি.পি.আই.(এম) রায়না ২ এরিয়া কমিটির উদ্যোগে পহলানপুর অঞ্চলের ফতেপুর আখিনা ও লোহাই গ্রামে প্রতিবাদ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন কমরেড বাসুদেব খাঁ, রায়না ২ এরিয়া কমিটির সম্পাদক কম: মির্জা আক্তার আলী, কম: জামাল উদ্দিন খাঁ।
এছাড়াও একই কর্মসূচি পালিত হয়- মেমোরি দক্ষিণ ১ শাখায়, মেমোরি ২ বেগুনিয়া শাখায়। গণতান্ত্রিক মহিলা সমিতির কর্মসূচি পালিত হয় গলসি ১, বর্ধমান শহরের চাঁদনিচক এলাকায় এবং কালনায়, গলসির খানো গ্রামে।
সাতগেছিয়া অঞ্চলে কৃষক ও ক্ষেতমজুর কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয় পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মাল্যদানের মধ্য দিয়ে।
সংবাদদাতা কল্পনা গুপ্ত জানাচ্ছেন আজ ২৯.০৮.২০ শনিবার রায়নার বিদ্যানিধি গ্রামের সি. পি. আই(এম) কর্মীরা করোনা সচেতনতা লক্ষ নিয়ে বাড়ি বাড়ি মাস্ক বিলি করলেন।
