জেলা

পূর্ব বর্ধমান জেলার খবর


চিন্তন নিউজ:- ২৬শে আগস্ট:-, সংবাদদাতা কৌশিক সরকার জানিয়েছেন, প্রখ্যাত গীতিকার, সুরকার ও সংগীত শিল্পী অতুল প্রসাদ সেনের ৮৭ তম প্রয়ান দিবসে নিখিলবঙ্গ শিক্ষক সমিতির পূর্ব বর্ধমান জেলা কমিটি শ্রদ্ধার্ঘ জ্ঞাপন করেছে এবং প্রয়াত বিপ্লবী সুবোধ রায়ের মূর্তিতে মাল্যদান করে জেলা সি পি আই এম পার্টির পক্ষ থেকে।

সমীর দাস, চিন্তন নিউজ- পার্টি সদস্যের জীবনাবসান, গতকাল অর্থাৎ ২৫ শে আগস্ট ২০২০, রাত্রি ৮ টায় সি.পি.আই(এম), বর্ধমান শহর ১ নং এরিয়া কমিটির অন্তর্গত ৮ নং ওয়ার্ড এলাকার প্রবীণা পার্টি সদস্যা কমরেড শেফালী কর্মকার হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। ১৯৯০ সালে তিনি পার্টি সদস্য হন। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। অসুস্থতার আগে পর্যন্ত তিনি পার্টির সমস্ত কর্মসূচিতে অংশগ্রহণ করতেন। মহিলা সমিতির কাজেও তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। খুব সহজেই মহিলাদের আপন করে নিতে পারতেন কমরেড শেফালী কর্মকার । ১৯৭৪ সালে ঐতিহাসিক রেল শ্রমিকদের আন্দোলনের সময় রেল কোয়ার্টার অঞ্চলে যখন রেল শ্রমিকদের উপর কংগ্রেসি রা আক্রমণ করে, সেই সময় তিনি রেল শ্রমিকদের রক্ষা করার জন্য অন্যান্য মহিলাদের সঙ্গে নিয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। আজ সকালে প্রয়াত কমরেড এর মরদেহ পার্টির লাল পতাকা দিয়ে শ্রদ্ধা জানান পার্টির জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড তাপস সরকার, কমরেড অপূর্ব চ্যাটার্জী, ১ নং এরিয়া কমিটির সম্পাদক কমরেড নজরুল ইসলাম, কমরেড দুলাল নাগ, কমরেড অতনু হুই সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদদাতা: সমীর দাস আরও জানাচ্ছেন ২০-২৬ শে আগষ্ট ২০২০— সিপিআই (এম) পার্টির কেন্দ্রীয় কমিটির ডাকে ১৬ দফা দাবিতে প্রতিবাদ দিবস যে কর্মসূচি নেওয়া হয়েছিল সেই কর্মসূচির অঙ্গ হিসাবে আজ সি.পি.আই(এম), বর্ধমান শহর ১ এরিয়া কমিটির উদ্যোগে কার্জনগেট অঞ্চলে বি.এস.এন.এল অফিসের সামনে স্বাস্থ্য বিধি মেনে হাতে লেখা কাগজের পোস্টার নিয়ে প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রায় ১০০ জন কমরেড, সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। এই প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন পার্টির জেলা সম্পাদকমণ্ডলীর অন্যতম সদস্য কমরেড তাপস সরকার, এরিয়া কমিটির সম্পাদক কমরেড নজরুল ইসলাম। দাবি সমূহ- ১. মোদী সরকারের জন বিরোধী নীতির প্রতিবাদে সমস্ত মানুষ এক হও।২. রেল বেসরকারীকরন করা চলবে না। ৩. কয়লা শিল্পের বেসরকারীকরন করা চলবে না। ৪. সমস্ত রাজনৈতিক বন্দীদের মুক্তি দিতে হবে। ৫. আয়কর সীমার বাইরে থাকা সমস্ত মানুষকে আগামী ৬ মাস ৭৫০০/ টাকা নগদে দিতে হবে। ৬. সব মানুষকে আগামী ৬ মাস ১০ কেজি খাদ্য শস্য দিতে হবে।৭. কাশ্মীর সমস্যার সমাধান করতে হবে।

সংবাদদাতা: বরকত মোল্লা জানাচ্ছেন কালনা শহর এরিয়া কমিটির উদ্যোগে আজ প্রতিবাদ সপ্তাহ কর্মসূচী পালন করা হলো কালনা শিমুলতলায়।

পূর্ব বর্ধমান থেকে সংবাদদাতা কল্পনা গুপ্ত জানান, গত ২৫ শে আগষ্ট ভারতের ছাত্র ফেডারেশন পূর্ব বর্ধমান জেলার উদ্যোগে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জেলাশাসকের কাছে ডেপুটেশন দেয় নিম্নলিখিত দাবিগুলির ভিত্তিতে- ১) ১৪ ই আগষ্টের স্নাতকস্তরের নতুন শিক্ষাবর্ষের ফরম ফিলাপের টাকা মুকুবের সিদ্ধান্ত নেওয়ার পরে ১০ থেকে ১৩ ই আগষ্ট পর্যন্ত ফরম ফিলাপের জন্য নেওয়া টাকা কিভাবে ফেরত দেওয়া হবে তা অবিলম্বে জানানো। ২) স্বচ্ছভাবে কলেজে ভর্তি প্রক্রিয়াকে কার্যকর করা। বর্তমান পরিস্থিতিতে একাদশ, দ্বাদশ শ্রেণিতে ভর্তির সময়ে পূর্ব বর্ধমান জেলার অনেক স্কুলে মোটা অঙ্কের ফি নিচ্ছে বলে অভিযোগ আছে। আবার কোথাও বিল না দেওয়ার অভিযোগের ভিত্তিতে ছাত্র ফেডারেশন ফি মুকুবের দাবি রেখেছে জেলা প্রশাসনের কাছে। ৩) স্নাতকস্তরে অপ্রকাশিত ফল প্রকাশের দাবিও রাখে।

সিপিআই (এম) এর ডাকে কেন্দ্রীয় সরকারের জন বিরোধী নীতির বিরুদ্ধে, জনগনের জীবনের ১৬ দফা দাবীর ভিত্তিতে বর্ধমান সদর ১ এরিয়া কমিটির কলিগ্রাম দাসপুর মোড়ে প্রতিবাদ সপ্তাহের ডাকে প্রতিবাদ সভা হয়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।