জেলা রাজ্য

সরকারের জনবিরোধী নীতি ও রেলকে বেসরকারিকরনের প্রতিবাদে ডিওয়াইএফ‌আই ও এস‌এফ‌আই


সায়ঙ্ক মন্ডল চিন্তন নিউজ:-১৭ই জুলাই পশ্চিম মেদিনীপুর:-বেহাল স্বাস্থ্য ব্যবস্থায় নির্মম মৃত্যু, তার প্রতিবাদ জানাতে গিয়ে এস‌এফ‌আই নেতা কর্মীদের হেনস্থা ও আক্রমণের প্রতিবাদে ও তার সাথে রেলকে বেসরকারিকরন ও শূন্যপদ বিলুপ্তি ঘোষণার প্রতিবাদে। আজ ভারতের ছাত্র ফেডারেশন ও ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা সংগঠিত হয়। এদিন এই মিছিলে উপস্থিত ছিলেন ভারতের ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য প্রসেনজিৎ মুদি।

আসানসোল:- মোদী সরকারের জনবিরোধী নীতি ও রেলকে বেসরকারি করনের প্রতিবাদে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভানেত্রী মীনাক্ষী মুখার্জি নেতৃত্ব আসানসোল ও পুরুলিয়াতে রেল দপ্তরের কার্যালয়গুলিতে বিক্ষোভ সমাবেশ পালন

ব্যারাকপুর:- মোদী সরকারের জনবিরোধী নীতি এবং রেলকে বেসরকারিকরন করে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে আজ বারাকপুরের ” রেল বিক্রি রোকো” এই কর্মসূচি অনুষ্ঠিত হলো। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সি আই টি ইউ নেত্রী গার্গী চ্যাটার্জি।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।