রাজ্য

বিশুদ্ধ জলের অভাবে জল বাহিত রোগের শিকার হচ্ছেন তিস্তা পারের খড়িয়া গ্রাম পঞ্চায়েতের মানুষরা বিক্ষোভ দেখালো জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে।।


দীপশুভ্র সান্যাল:- চিন্তন নিউজ:,২১ জানুয়ারী,২০২৫:- বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত তিস্তা পাড়ের খরিয়া গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা। অভিযোগ তাদের এলাকার তিস্তা নদীর বুকে জলপাইগুড়ি শহরের জন্য আম্রুত প্রকল্পের বিরাট প্রজেক্ট তৈরি হলেও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের তরফে এলাকার জন্য কোন পানীয় জলের বন্দোবস্ত করা হয়নি। বিশুদ্ধ পানীয় জলের অভাবে এখনো পাতকুয়া পুকুরের জল খেয়ে জীবনধারণ করছেন এলাকার কয়েক হাজার মানুষ বিশুদ্ধ পানীয় জল এর দাবিতে মঙ্গলবার দুপুরে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে বিক্ষোভ দেখান এলাকার মানুষ। নির্বাহী বাস্তুকারের কাছে স্মারকলিপি প্রদান করে বাড়ি বাড়ি বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার দাবি জানায় সিপিআই(এম)। খরিয়া গ্রাম পঞ্চায়েতের ওই এলাকার সিপিআই(এম) গ্রাম পঞ্চায়েত সদস্য গোসাই সরকার অভিযোগ করেন বারংবার জনস্বাস্থ্য কারিগরি দপ্তর তিস্তা পারের ওই এলাকায় পানীয় জল এর সুবন্দোবস্ত করার কথা বললেও আদপে কোন কাজ হয়নি। মঙ্গলবার দেখা করার সময় নিয়ে নির্বাহী বাস্তুকারের কাছে এলাকার মানুষরা উপস্থিত হলেও নির্বাহী বাস্তুকার ছিলেন না তার হয়ে স্মারকলিপি গ্রহণ করেন সহকারি বাস্তুকার। স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত সিপিআই(এম) জলপাইগুড়ি জেলা সম্পাদক পীযূষ মিশ্র অভিযোগ করেন বিশুদ্ধ পানীয় জলের অভাবে যেকোনো সময় জল বাহিতর রোগের শিকার হতে পারেন এলাকার কয়েক হাজার মানুষ ওই এলাকার মানুষরা জলপাইগুড়ি শহরের বিভিন্ন এলাকায় বিভিন্ন কাজের সাথে যুক্ত। বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত এলাকাবাসীরা অভিযোগ করেন তিস্তার বাঁধের এপারে তাদের গ্রাম পঞ্চায়েত এলাকা ওপারে জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটির তিন নাম্বার ওয়ার্ড। সেখানে পানীয় জলের সুব বন্দোবস্ত থাকলেও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের তরফে তাদের এলাকায় বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা হয়নি অথচ প্রকল্পের বিরাট প্রজেক্ট এর কাজ তাদের এলাকাই হচ্ছে। অবিলম্বে পানীয় জলের সুবন্দোবস্ত না করলে আগামী দিনের বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন তারা। বিক্ষোভ কর্মসূচিতে বিবেকানন্দপল্লী, সুকান্তনগর উত্তর- দক্ষিণ ও সারদাপল্লী এলাকার বিরাট অংশের মানুষ ৫০০০ হাজার গণস্বাক্ষর সম্বলিত একটি আবেদন সহ জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের নির্বাহী বাস্তুকরের কাছে জমা দেন।
বিক্ষোভ কর্মসূচিতে এলাকার প্রচুর মহিলা সহ বহু মানুষ অংশ গ্রহন করেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।