চৈতালি নন্দী: চিন্তন নিউজ:২৪শে জুন:– অনেক দিন ধরেই চলছিল আলাপ আলোচনা ও একই সাথে আশঙ্কাও, অবশেষে সিদ্ধান্ত নিয়েই ফেললেন ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্রে সাময়িক ভাবে স্থগিত রাখা হোলো এইচ-১বি এবংএল -১ ভিসা। এই ভিসাগুলির ফলে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে সবচেয়ে বেশী সুবিধা পেয়ে থাকে ভারতীয়রা। ফলে এই সিদ্ধান্ত সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত করবে ভারতীয় নাগরিকদের যারা কর্মসূত্রে ওদেশে বাস করছেন।
তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে দক্ষকর্মীর অভাবই ভারতীয় দের টেনে নিয়ে যায় মার্কিন মূলুকে। মহামারীর থাবায় বিশ্বজুড়ে কাজ হারিয়েছেন বহু মানুষ। আমেরিকাও তার ব্যাতিক্রম নয়। অর্থনীতির এই সংকটকালে দ্রুত মন্দা কাটিয়ে উঠতে এই ভিসা ২০২০-র বাকি সময় পর্যন্ত স্থগিত করে বিদেশি নাগরিকদের পরিবর্তে দেশীয় নাগরিকদের কর্মসংস্থানের জন্যেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। এই ভিসাগুলি ছাড়াও কিছু নন-ইমিগ্রান্ট ভিসাও স্থগিত রাখা হয়েছে। ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটিকে নির্দেশ দেওয়া হয়েছে, অপরাধ মূলক কাজকর্মে জড়িত বিদেশিদের ওয়ার্ক পারমিট অবিলম্বে বাতিল করা হোক।
মার্কিন প্রশাসনের এই ভিসা স্থগিতাদেশের তীব্র বিরোধিতা করলো গুগুল, অ্যাপল, ফেসবুক, এ্যামাজনের মতো সিলিকন ভ্যালির নামী কোম্পানি গুলি। এ্যালফাবেটের সিইও সুন্দর পিচাইএর অভিমত মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সাফল্যের বেশিরভাগ টাই আসে অভিবাসন থেকে। এর জন্যেই আজ মার্কিন যুক্তরাষ্ট্র তথ্যপ্রযুক্তিতে নেতৃত্বের স্থানে রয়েছে। এই কারণেই বিশ্বজোড়া সাফল্য পেয়েছে আমেরিকা। টুইটার এর বিরোধিতা করে বলে এতে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক বৈচিত্র্যকে ছোট করা হচ্ছে। কারণ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিশেষজ্ঞ কর্মীরা এখানে একত্রিত হয়ে সুস্থ প্রতিযোগিতার পরিবেশ তৈরি করেছে, যা মজবুত করেছে আমেরিকার অর্থনীতিকে।
অনেকেই মনে করছেন ভিসায় রাশ টেনে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনে নিজেকে কিছুটা এগিয়ে রাখতেই ট্রাম্পের এই সিদ্ধান্ত।
