রাজ্য

বিকল্প শক্তিকে বাঁচাতে, গণশক্তির পাশে দাঁড়ালেন চিকিৎসকরাও।


চৈতালী নন্দী:চিন্তন নিউজ:৬ই সেপ্টেম্বর:–বিকল্প শক্তিকে বাঁচাতে এবার গনশক্তির পাশে দাঁড়ালেন চিকিৎসকরাও!!
মানুষের প্রান বাঁচানো তাদের কাজ।বিভিন্ন ধরনের মারন ব‍্যাধি থেকে মানুষকে সারিয়ে তোলা তাদের মহান ব্রত।সময় বিশেষে মানুষই চিকিৎসকদের ভগবান বলে মানে।বিকল্প স্বর বাঁচাতে এই চিকিৎসকরাই এবার দাঁড়ালেন গনশক্তি পত্রিকার পাশে।চিকিৎসা তো আছেই সেই সঙ্গে সমান তালে চলবে সমাজ চেতনা ও গনসচেতনতা বিকাশের কাজ।
সকলেই জানেন গনশক্তি পত্রিকাটা বর্তমানে চরম আর্থিক সঙ্কটের শিকার।সম্পূর্ণ পরিকল্পিত ভাবেই আদালতের রায়ের পরেও বন্ধ করে রাখা হয়েছে সরকারি বিজ্ঞাপন।এছাড়াও ভয় দেখিয়ে চাপ দিয়ে বিভিন্ন বেসরকারী সংস্থাকে বিজ্ঞাপন দেওয়া থেকে বিরত রাখা হয়েছে।তাই বিকল্প কন্ঠস্বর যাতে রুদ্ধ না হয়ে যায় সেজন্য  সঙ্ঘবদ্ধভাবে এগিয়ে এসেছেন একদল চিকিৎসক।তারা বিভিন্ন অনুদান সংগ্রহ করে তুলে দিচ্ছেন গনশক্তি কর্তৃপক্ষের হাতে।
বুধবার সেই চিকিৎসক দল এসেছিলেন গনশক্তি দপ্তরে।সিপিআইএম পলিটব্যুরো সদস্য বিমান বসু ও পার্টি নেতা সূর্যকান্ত মিশ্রের হাতে তুলে দেন ২ লক্ষ ২০ হাজার টাকার চেক।প্রতিশ্রুতি দেন এই ধারা অক্ষুন্ন রাখার।এই উদ‍্যোগ প্রকৃতপক্ষে শিয়ালদহে ডিক্সন ,হোস্টেলের প্রাক্তনীদের,এটি এনআরএস মেডিকেল কলেজের হোস্টেল।সেখান থেকে দেশবিদেশে ছড়িয়ে আছে যে চিকিৎসক দল তারা ই সমবেত ভাবে দাঁড়ালেন গনশক্তির পাশে।
চিকিৎসকদের এই উদ‍্যোগ কে সাধুবাদ জানিয়ে সূর্য মিশ্র বলেন যে,এ অত‍্যন্ত শিক্ষনীয় ঘটনা।কতো মানুষ যে এখনও বামপন্থী দের পাশে আছে তা মানুষের কাছে না গেলে বোঝা যায়না।এই শিক্ষা সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেবার প্রতিশ্রুতি দেন তিনি।
এই উদ্যোগের সূত্রপাত হয় গনশক্তি পত্রিকার খবর থেকে ই।কিছুদিন আগে জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন হয়,সেখানে বর্ধমান মেডিকেল এর ডাক্তারদের উপর চড়াও হয় তৃনমূল আশ্রিত দুষ্কৃতীরা।অথচ শাসকের কৃপাধন‍্য সংবাদ পত্রে সম্পূর্ণ উল্টো সংবাদ প্রচারিত হয়।এরপর একজন চিকিৎসক গনশক্তির একটি সংস্করণ তুলে ধরেন।সত‍্য উন্মোচিত হয়।নিমেষেই শেয়ার হয়ে হাতে ,হাতে পৌছে যায় ঐ প্রকৃত সত‍্য খবর।বিকল্প স্বরের ভাবনার সেখান থেকেই শুরু।এখন এই স্বর ছড়িয়ে পড়ছে রকেটের গতিতে,যা গনশক্তিকে হাঁটতে সাহায্য করবে অনেক অনেক দূর।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।