নিউজ ডেস্ক: চিন্তন নিউজ:১৮ই অক্টোবর:– “আমার ভান্ডার আছে ভরে/ তোমা সবাকার ঘরে ঘরে।” নিখিলবঙ্গ শিক্ষক সমিতির দক্ষিণ কলকাতা মহকুমা শাখার উদ্যোগে অর্থনৈতিক অনগ্ৰসর ছাত্রছাত্রীদের বস্ত্র ও অন্যান্য সামগ্রী বিতরণের কর্মসূচী গ্রহণ করা হয়। গত ১৬ অক্টোবর খিদিরপুর মহকুমা এলাকায় বিভিন্ন বিদ্যালয়ের ৩১ জন ছাত্র-ছাত্রীকে উপহার প্রদান করা হয়। আজ মহকুমার হাজরা এলাকায় প্রায় শতাধিক ছাত্র-ছাত্রীকে উপহার প্রদান করা হয়।

আজকের কর্মসূচি উদ্বোধন করেন নিখিলবঙ্গ শিক্ষক সমিতির রাজ্য সভাপতি কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য। এ ছাড়াও উপস্থিত ছিলেন কলকাতা জেলা সম্পাদক প্রিয় নিয়োগী সহ অন্যান্য নেতৃবৃন্দ। আজকের কর্মসূচিতে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতিও অংশগ্রহণ করেন। সংগঠনের কলকাতা জেলা সভানেত্রী সমিতা হর চৌধুরী বক্তব্য রাখেন। সকল বক্তারাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। সভা পরিচালনা করেন মহকুমার সভাপতি শ্রীরূপ গোপাল গোস্বামী। ছাত্র-ছাত্রী, অভিভাবক ও এলাকার মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো। এই রকম কর্মসূচি কলকাতা জেলার বিভিন্ন মহকুমায় গ্রহণ করা হচ্ছে। সমিতির সদস্যদের আর্থিক সহায়তা অত্যন্ত উল্লেখযোগ্য।