মীরা দাস:চিন্তন নিউজ:২৪শে জানুয়ারি:–বিভিন্ন স্কুলে ডিজিটাল ক্লাসরুমের মাধ্যমে ছাত্র ছাত্রী পড়ানোর কথা ভাবা হচ্ছে, এবং কিছু স্কুলে এই পদ্ধতি চালুও হয়েছে, এই ক্লাসরুম তৈরী করতে প্রায় ১ লক্ষ টাকা খরচ হয় তার সাথে কম্পিউটার সহ যন্ত্রপাতি।
এই কম খরচে কম্পিউটার ছাড়াই আলো এবং লেন্স ব্যবহার করে ক্লাসে পড়ানোর ডিজিটাল প্রজেক্টর বানিয়ে ফেলেছে সোনামুখি বি জে হাই স্কুলের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেনীর ছাত্র সায়ন চট্টোপাধ্যায়। বাঁকুড়ার জেলাশাসক সায়নের আবিষ্কার নিয়ে খুব উৎসাহিত, তিনি সায়নকে সবরকম সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন। সায়নের প্রজেক্টরের খরচ হয়েছে ৭- ১০ হাজার টাকা। এটি ব্যবহার করে দৃশ্য ও শ্রাব্যমাধ্যমে বড় পর্দায় ছবি ও লেখা দেখা যাবে। তার আবিষ্কার রাজ্যে ডিজিটাল ক্লাসরুমের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন ঘটাতে চলেছে বলছেন বিশিষ্টজনেরা। এর প্রসারের জন্য আপগ্রেড এ ডিভাইসের পেটেন্ট পাওয়া জরুরি বলে অনেকে জানান।
সায়ন ভবিষ্যতে বিজ্ঞানী হতে চায়, ছোট থেকেই সায়ন আবিষ্কারের দিকে ঝোঁক। এই প্রোজেক্টরে কম্পিউটার লাগবে না, টু ডি ও থ্রি ডি দুই পদ্ধতিতে বড় যে কোন ছবি বই এর পাতা দেখানো যাবে। সায়নের বক্তব্য জেলাশাসক তাকে আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন, আগামী ২ মাসের মধ্যে কাজ শেষ করে সায়ন জেলাশাসকের দপ্তরে জমা দেবে। সোনামুখী স্কুলের প্রধান শিক্ষক মনোরঞ্জন চোংড়ে কাজে খুব গর্বিত।