কলমের খোঁচা

পরিবর্তনে কি বুদ্ধ বাবু , নিরুপম সেন হেরেছিলো না কি হেরেছিলো আপনার আমার সন্তানদের ভবিষ্যৎ ?


দেবু রায়: নিজস্ব প্রতিবেদন: চিন্তন নিউজ:৬ই ফেব্রুয়ারি:– আজকে যখন সামনে আর একটি নির্বাচন আসতে চলেছে , তখন আমার এই প্রশ্নটা ভীষন প্রাসঙ্গিক . এখন তৃণমূলের দল বদলু নেতারা সবাই বলছে যে সিঙ্গুর সহ বিভিন্ন অঞ্চলে জমির নামে কারখানা গুলো না হ’তে দেয়া ছিলো ভুল। এই নির্মম সত্যটা তারা স্বীকার করতে বাধ্য হচ্ছেন ! কিন্তু সেইদিন তারা গদি মিডিয়াকে সামনে রেখে, মানুষকে ভুল বুঝিয়ে, মসনদে বসার তাগিদে, একটা প্রজন্মকে যে ধ্বংস করে দিলেন , তাঁর দায় কি তারা নেবেন ?. তাহলে কি এখন তৃণমূল কংগ্রেসের এবং দল বদলু নেতারা প্রায়শ্চিত্ত করতে চাইছেন?!

শুভেন্দু বাবু অনেক ভাষন দিচ্ছেন চাকরি চাই, শিল্প চাই ইত্যাদি. কিন্তু শুভেন্দু বাবু নয়াচরে যখন কেমিক্যাল হাব করার কথা বলা হয়েছিলো তখন আপনার ভূমিকা কি ছিলো?. আপনি তো সেদিন জমি আন্দোলনের নেতা হয়ে বন্ধ করে দিয়েছিলেন। আর সেই সঙ্গে শেষ করে দিয়েছিলেন একটা প্রজন্ম র ভবিষ্যৎকে। কি উত্তর দেবেন শুভেন্দু বাবু , আজকে যদি কেমিক্যাল হাব হোতো , তাহলে তো এলাকার চেহারাটাই পাল্টে যেত? কিন্তু আজ ?. হ্যাঁ মানছি ২০১১এর আগে আপনাদের মতন নেতাদের সম্পত্তির পরিমান আর ২০২১তে সম্পত্তির পরিমানের যে শতাংশ হারে বৃদ্ধি হয়েছে সেটা হয়তো হোতো না কিন্তু সাধারন মানুষের জীবনের মানোন্নয়ন( standered of leaving ) হোতো. অথচ আপনারাই বলেন মানুষের জন্য কাজ করতে চান এই তো তাঁর নমুনা !

আজকে সিঙ্গুরের মানুষ সর্ষে ফুল দেখছে । আমি বাংলার মানুষকে প্রশ্ন করবো এটা কি হবার ছিলো সিঙ্গুরের মানুষের ? না এটা হবার ছিলো না। সিঙ্গুরে কারখানা হলে পুরো চেহারাটাই পাল্টে যেত। যে জামশেদপুরকে আজ সারা বিশ্ব চেনে , একদিন হয়তো সিঙ্গুরের ক্ষেত্রে সেটাই হোতো। কিন্তু হলো না , মিডিয়ার প্রচার আর ধান্দাবাজ রাজনৈতিক নেতাদের দয়ায়। তবে হ্যাঁ , মানুষের কিছু না হোক সিঙ্গুর কে কেন্দ্র করে কিছু নেতাদের লক্ষী বৃদ্ধি হয়েছে , এটা বলা যেতেই পারে .
কি পেলাম আমরা পরিবর্তন করে
1)এসএসসি বন্ধ
2)পিএসসি বন্ধ
3)দপ্তরে প্রচুর ভেকেন্সি থাকা সত্ত্বেও নিয়োগ নেই। অথচ ঘরে ঘরে বেকার । শুধু রাত আট টাতে সব মিডিয়ার কলতলার ঝগড়েতে নেতাদের যুক্তিতে কোনো বেকার নেই, প্রচুর নিয়োগ , শিল্প হয়েছে . অমুক রাজ্যের এতো হয় নি , তমুক রাজ্যে এই অবস্থা , ব্যস .

ভাবছেন বিজেপি এলে কিছু করবে আমার বা আপনার সন্তানদের জন্য? তাঁদের বলবো তাকিয়ে দেখুন ত্রিপুরাতে কি হচ্ছে। নিয়োগ বন্ধ, দশ হাজারের বেশী শিক্ষক রাস্তায়। উল্টে ৮৫০এর বেশী সরকারি স্কুল বেসরকারি করে দিয়েছে। অর্থাৎ বাবার পয়সা থাকলে বেসরকারি স্কুলে পড়ো না হলে ইট ভাটায় যাও কাজ করো।

অন্য দিকে কেন্দ্র সরকার এই বছরই ঘোষণা করেছে আর কোনো নিয়োগ নয়। যেখানে সব বিক্রী করে দিচ্ছে , সেখানে কি করে নিয়োগ হবে?.
আপনিও কি চান আমার আপনার সন্তানদের
ভবিষ্যৎ এই ভাবে নষ্ট হোক। তৃণমূল গত দশ বছরে একটা প্রজন্মকে নষ্ট করেছে . বিজেপি ও এই একই পথ নেবে নিচিন্ত থাকুন। এখন অনেক গরীব, বেকার নিয়ে বলবে , ত্রিপুরার মতন মিস কল এ চাকরির কথাও বলবে ভুল বোঝাবে মিডিয়াকে দোসর করে , তারপর মে মাস পেরুলেই দেখবেন আসল রূপ।

তাই বলছি সে দিন বুদ্ধু বাবু , বা নিরুপম সেন দের কোনো ক্ষতি হয় নি , ক্ষতিটা হয়েছিলো আমার আপনার সন্তানদের ভবিষ্যৎ। ভোটের সময় একটু ভেবে দেখবেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।