দেশ

কৃষক ও শ্রমিক যৌথ উদ্যোগে বিভিন্ন দাবির ভিত্তিতে ধর্ণা আন্দোলন


সীমা বিশ্বাস, আসাম: চিন্তন নিউজ:৯ই আগস্ট:–  গত ৭,৮ আগষ্ট ২০২২ স্বাধীনতার ৭৫বছর দিবস উদযাপন উপলক্ষে গুয়াহাটি প্রাগজ্যোতি প্রকল্পে সি আই টি ইউ এবং অসম রাজ্য কৃষকসভার উদ্যোগে এক আলোচনা চক্রের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন কৃষক সভার সর্বভারতীয় নেতা অশোক ধাওলে।সহাশ্রাধিক  মানুষের উপস্থিতি তে তিনি বলেন যে হর ঘর তিরংগা এই কার্যসূচি নিয়ে স্বাধীনতার ৭৫ বছর উদযাপন করার জন্য বিজেপি উদ্যোগ নিয়েছে। প্রকৃততে স্বাধীনতা সংগ্ৰামে তাদের স্বরূপ ঢাকার জন্য এই উদ্যোগ গ্ৰহন করা হয়েছে।আর এস এস ২০০২সন পর্যন্ত নাগপুরের কার্য্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করে নি। স্বাধীনতা আন্দোলনে আর এস এস বিজেপি কে সহযোগিতা করার বিপরীতে আন্দামান সেলুলার জেল সহ কুখ্যাত কারাগুলোর ৮০ শতাংশই ছিল কমিউনিস্টরা।

দেশ কাঁপানো দিল্লির কৃষক আন্দোলনের নেতা অশোক ধাওলে বলেন,  মানুষ স্বাধীনতার যে স্বপ্ন দেখেছিল  তার সম্পুর্ন হয় নি। বর্তমান বিজেপি সরকার কর্পোরেট বান্ধব সরকার। ১৩৬ বছর পূর্বে যে অধিকার গুলো পেয়েছিল তা কেড়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। ২০১৯ সনের মহারাষ্ট্রের ঐতিহাসিক কৃষক লংমার্চ আন্দোলনের অন্যতম নেতা অশোক ধাওলে বলেন বিজেপি সরকার ঘোষিত স্বাধীনতার অমৃত মহোৎসবে শুধুমাত্র কয়েকজন পূঁজিপতি অমৃত পান করছেন। তিনি আরো বলেন শ্রমিক কৃষক ঐক্য গড়ে তুলে ছাত্র যুব মহিলা বুদ্ধিজীবী  সহ  দেশের সব অংশের মানুষকে সাম্প্রদায়িক, কর্পোরেট স্বার্থে বিজেপি সরকারের I প্রতিরোধ গড়ে তুলতে হবে। এছাড়াও  ৯ অগাষ্ট ভারত ছাড়ো আন্দোলনের দিন মহরম থাকায় ৭ এবং ৮ অগাষ্ট কৃষক শ্রমিকের যৌথ উদ্যোগে তেজপুর, বিশ্বনাথ চারালিত বিভিন্ন দাবির ভিত্তিতে ধর্ণা আন্দোলন সংগঠিত হয়।



মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।