দেশ

উত্তরাখণ্ড এর বিস্তীর্ণ বনাঞ্চল দাবানল এর কবলে


মীরা দাস, চিন্তন নিউজ, ৩০ মে: গত  এক সপ্তাহ  যাবৎ রাজ্যের  পারদ  ক্রমশ  চড়ছে। ভয়াবহ  দাবানলের  কবলে পড়েছে  উত্তরাখন্ড। গত এক সপ্তাহে   এ রাজ্যে  দু হাজারের ও বেশী  দাবানলের  ঘটনা  ঘটেছে, এর ফলে ১৭০০ হেক্টর  বনাঞ্চল  আগুনের  গ্রাসে চলে গিয়েছে। বিভিন্ন  জায়গায়  দাবানল  শুরু  হয়েছে গ্রীষ্মের শুরু  থেকেই। এই  বুধবার  পর্যন্ত্য  গত এক সপ্তাহে  ২,১৮১  টা দাবানলের  ঘটনা  ঘটেছে। এই তথ্য  দিয়েছে ”ফরেস্ট  সার্ভে  অফ  ইন্ডিয়া।”  ৬৪ টা  দাবানল  সাংঘাতিক  ভয়াবহ আকার ধারন  করে। এই  দাবানলে  সব থেকে ক্ষতিগ্রস্ত  হয়েছে  টেহরি  জেলার  জঙ্গল ও গোটা গাড়োয়াল অঞ্চলই  সামগ্রিক  ভাবে ক্ষয়ক্ষতির  কবলে  পড়েছে।
       এ দিকে  রাজ্যের  বন দপ্তরের  আধিকারিকরা  জানিয়েছেন  যে  এর ফলে ১,৭৯৮ হেক্টর  জঙ্গল  নষ্ট হয়ে  গেছে। বনাঞ্চল  নষ্ট হয়েছে  প্রায়  ১৩৪১  হেক্টর। এই নিয়ে  উত্তরাখন্ড  প্রশাসন  চিন্তিত। এই  দাবানলের জেরে  বিরাট  একটি  দুর্ঘটনা  এড়ানো  গিয়েছে। দাবানলের  ধোঁয়ায়  দৃশ্যমানতা  কমে  যাওয়ায়  হেমকুন্ড  সাহেব গামী একটি হেলিকপ্টারকে জরুরী  অবতরন  করতে হয়  চামোলি তে। অন্যথায়  বড় দুর্ঘটনা  ঘটতে পারত।
        মূলত  উত্তরাখন্ড  পাহাড়ী  রাজ্য  হলেও  সমুদ্র তলের  কাছাকাছি  থাকা  এলাকায়  এলাকায় পারদ  ৪০ ডিগ্রী  ছাড়িয়ে  গিয়েছে। এর  ফলেই  আগুন  ক্রমশ  ছড়িয়ে  যাচ্ছে  জঙ্গল  গুলিতে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।