জেলা

বিপর্যস্ত মানুষের জীবন – জীবিকা, মানুষের দাবি নিয়ে ডেপুটেশন


সুদীপ্তা ঘোষ: চিন্তন নিউজ: ২৮শে জুলাই:- করোনা আতিমারির প্রভাবে লক ডাউনে বিপর্যস্ত মানুষের জীবন – জীবিকা। বহু দাবি দাওয়ার মধ্যে প্রধানত খাদ্য ও স্বাস্থ্য ব্যবস্থার বেহাল অবস্থা, এর বিরুদ্ধে সোচ্চার বামপন্থী সংগঠন। সংক্রমণ বৃদ্ধির হার দিন দিন বেড়ে পৃথিবীতে প্রথম স্থান নিতে চলেছে। কিন্তু কেন্দ্রের বা রাজ্যের সরকারের কোনো হেলদোল নেই। মানুষের মৃত্যুমিছিল চলছে। সরকারি ব্যবস্থায় চিকিৎসার সুযোগ নেই বেসরকারী ব্যবস্থা মানুষের আয়ত্বের বাইরে। এর বিরুদ্ধে আমাদের দাবি সম্মিলিত ডেপুটেশন দেওয়া হলো মাননীয় বিডিও মহাশয় কে , সিপিআই (এম) নিউ ব্যারাকপুর – বিলকানদা ২ এরিয়া কমিটির পক্ষ থেকে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।