রাজ্য

অ্যালয় স্টিল প্ল্যান্টের শ্রমিকদের বিক্ষোভ



চিন্তন ওয়েব ডেস্ক, ৯ ই সেপ্টেম্বর,২০২০:- দুর্গাপূর: দুর্গাপুর অ্যালয় স্টিল প্ল্যান্ট শ্রমিকদের বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ। আজ এ এসপি (ASP) শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ থেকে যে দাবিগুলো করা হয়েছে –

১) ঠিকা শ্রমিকদের ৭ কিস্তি বকেয়া ভিডিএ (VDA) অবিলম্বে মেটাতে হবে ।
২) স্থায়ী ও ঠিকা শ্রমিক দের নতুন বেতন চুক্তি ও বকেয়া দাবি গুলো দ্রুত ফয়সালা করতে হবে ।
৩) অবিলম্বেএ‌এসপি (ASP) ঠিকা শ্রমিক দের জন্য‌ইডিএল‌আই (EDLI ) স্কিম লাগু করতে হবে ।
৪)(ASP)এএসপি সহ সমস্ত রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারিকরণ ও বিলগ্নীকরণ বন্ধ কর ।
৫) ঠিকা শ্রমিকদের পূর্বের ন্যায় ২৩টি সবেতন ছুটি দিতে হবে ।
উপরোক্ত দাবিগুলো ছাড়াও অন্যান্য বিষয় যেগুলো পূর্বে বারবার ম্যানেজমেন্ট এর কাছে উত্থাপন করা হয়েছে সেইগুলো মীমাংসার জন্য
শ্রমিকরা আজ ৯ই সেপ্টেম্বর ২০২০ বুধবার বেলা একটার ( ১টা) সময় সিজিএম (ডব্লিউ) (CGM(W)) এর নিকট গণবিক্ষোভে শামিল হন ।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিজয় সাহা, নবেন্দু সরকার, বিশ্বজিৎ ধর চৌধুরী এবং এসডব্লিউএফ‌আই (SWFI) এর সাধারণ সম্পাদক ললিত মোহন মিশ্র।
সমাবেশ শুরুর আগে থেকেই মূষল ধারায় বৃষ্টি শুরু হয়। এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও শ্রমিকদের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। লাল পতাকা ও প্ল্যাকার্ড হাতে সুসজ্জিত শ্রমিকরা প্রত্যেকেই শেষ পর্যন্ত প্রায় ১ঘন্টা ১৫ মিনিট ধরে চারজন বক্তার বক্তব্য মন দিয়ে শুনেছেন।

এই কর্মসূচিকে সফল করে তোলার জন্য দুদিন সকালে শ্রমিক চকে জমায়েত হয়ে স্লোগান দেওয়া হয়।

তিন দিন বিভাগে বিভাগে ঘুরে ঘুরে প্রচার করা হয়।
যেসব কমরেডরা কর্মসূচি সফল করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের ধন্যবাদ দিয়ে ছোট করবো না, তবে এটা ধরে রাখতে হবে।
ম্যানেজমেন্টকেও এই প্রচার আন্দোলনে কিছুটা হলেও টলানো গেছে।
তারা তড়িঘড়ি গতকাল সন্ধ্যায় খবর দিয়ে আজ( ০৯/০৯/২০২০) বেলা এগারোটায় একটা মিটিং ডেকে বকেয়া ৭টি ভিডিএ( VDA) মেটানোর বিষয়ে আলোচনা শুরু করে।*
শুরু করা আলোচনার সম্মানজনক সমাধানের জন্য আন্দোলনের তেজ বৃদ্ধি করার শপথ নিয়ে আজকের সমাবেশ শেষ হয়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।