মিতা দত্ত: চিন্তন নিউজ:২৯শে অক্টোবর:–মায়ানমারের দ্বন্দ্ব পীড়িত রাখাইনে প্রদেশে জনগণের ভোটাধিকার কেড়ে নিলো মায়ানমারের সরকারী দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি।২০১৫ সালে সরকারী ক্ষমতায় অধিষ্ঠিত এই দলটি রাখাইনে প্রদেশের বারো লক্ষ মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করল ।মিনযাওও- মায়ানমারের ইনস্টিটিউট অফ পিস এন্ড সিকিউরিটির এক্সিকিউটিভ ডিরেক্টর বলেন,”মায়ানমারের ইউনিয়ন ইলেকশন কমিশনের নির্বাচন বাদ দেওয়ায় পদ্ধতি অস্বচ্ছ ও অসঙ্গত ,এর দ্বারা ঐ এলাকায় ৭৩% জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত। ”
এই নির্বাচনে বাহান্নটি দল প্রতিদ্বন্দ্বিতা করছে যার মধ্যে এল, এন, ডি ও সামরিক সংযুক্ত ইউনিয়ন সংহতি ও উন্নয়ন – এই দুটি দল বৃহত্তম। ২০১৫ সালে এই প্রদেশে বর্তমান সরকারী দল কম ভোট পেয়েছে।তাই হয়তো এমন সিদ্ধান্ত।
পাঁচটি জাতিগত দল ইতিমধ্যে নির্বাচন কমিশনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে।কমিশন গণমাধ্যমে জানায় যে ,তাদের সিদ্ধান্তগুলি সরকার, প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র বিষয়ক মন্ত্রানালয় ,সামরিক ও পুলিশের সুপারিশের ভিত্তিতে হয়েছিল। কমিশন রাজধানী ন্যাপপিটোয় এক সাংবাদিক সম্মেলনের সময় এ কথা বলেছিল তবে কমিশন ব্যবহৃত মানদণ্ডের বিষয়ে তথ্য দেয়নি।
হিউম্যান রাইটস্ ওয়াচ বলেছেন যে,এই প্রকার নির্বাচনের মাধ্যমে জনগণ নিরপেক্ষভাবে ভোট দিতে পারবে না ।এছাড়া আরো বলেছেন ইলেকশন কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে জনগণের ভোটাধিকারকে সুরক্ষিত করা নিয়ে পরামর্শ করা উচিত।
মায়ানমারের নির্বাচন কমিশন নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে দেশে ও আন্তর্জাতিক ক্ষেত্রে প্রশ্নের মুখোমুখী হয়েছে। কারণ রাখাইনে প্রদেশে অধিবাসীদের নিজেদের প্রতিনিধি নির্বাচনের অধিকার হরণ করা হলো ও সাংবিধানিক অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে ।