রাজ্য

কাজের দাবি, ভাতের দাবি, একেকটা ভোর হয়, আর কাজ যায় -ব্যারাকপুর শিল্পাঞ্চলের শ্রমিকদের।


সূপর্ণা রায়: চিন্তন নিউজ:৬ই ডিসেম্বর:-কাজের দাবি, ভাতের দাবি একেকটা ভোর হয়, আর কাজ যায় শ্রমিকদের।। প্রতিদিন কোন না কোন সংসারে উঠে কান্নার রোল। বারাকপুর শিল্পাঞ্চল জুড়ে এটাই প্রতিদিনের ছবি।আর এই অবস্থার মোকাবিলায় কাজ হারানো শ্রমিক শ্রেণী আরো একবার পথে নেমে কাজের দাবিতে মিছিল করছে।। প্রতি পাড়ার প্রতি বুথে মানুষ সরকারকে কাঠগড়ায় তুলছেন আর কাজের দাবি জানাচ্ছেন। যেহেতু সরকার নির্বাচন এর সময় দেওয়া কোন প্রতিশ্রুতি রাখেনি তাই সরকার কে হুঁশিয়ারি দিতে পদযাত্রাতে দাবি উঠেছে “”””কাজ দাও””” পর পর একের পর এক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে ,আর প্রতিদিন বাড়ছে কাজ হারানো শ্রমিকদের সংখ্যা।। মফস্বল এলাকায় বাড়ছে অসহায় মানুষ।।ভাতা চেয়ে চেয়ে ক্লান্ত হয়ে এইবার ক্ষুব্ধ মানুষ ভীড় জমাচ্ছেন ।।

টায়ার কর্পোরেশন ইতিহাস হয়ে গেছে।।নিকো, কেবল,রামস্বরূপ সহ দমদমের জেসপ সহ কাঁচড়াপাড়া শিল্পাঞ্চলের সাইরেনের আওয়াজ কমছে সাথে কমছে স্পন্দনের গতি।। শ্রমিকদের বক্তব্য এই অঞ্চলে প্রায় ২৫ হাজার মানুষের কাজ নেই।।আর তার থেকেও বড় কথা সরকারি খাতায় এর কোন হিসাব নেই।।

ক্ষুব্ধ শ্রমিক শ্রেণী মিছিলে নেমে কৈফিয়ত চাইছেন। কাঁচড়াপাড়াতে রেলকোচ ফ্যাক্টরির গল্প শুনিয়ে ভোট হাতিয়েছিল তৃণমূল কংগ্রেস।। এখন ওখানকার যুবকরা বলছেন এটি প্রতারণা ছাড়া আর কিছু নয়।।২৪ পরগনার চটকল গুলো ধুঁকছে।। শ্রমিকদের মজুরি লুঠ করছে মালিক আর যেটা নিশ্চিত ভাবেই জানে রাজ্যের সরকার।।

অভিযোগ একই মেশিন এ কাজ করিয়ে ৬ ধরনের মজুরি দেওয়া হচ্ছে।। পদযাত্রা দাবি তুলেছে বেতন বৈষম্য চলবে না।।সমবেতন দাবিতে সোচ্চার শ্রমিকরা ঢেউ তুলবে লংমার্চে।।আর তারই প্রস্তুতি ব্যস্ত হুকুম চাঁদ, নৈহাটি জুট মিল,কাকিনাড়া জুট মিলের শ্রমিকরা।আর এর সাথে বাদুড়িয়া,মিনাখা কনভেনশনে বার বার উঠে আসছে এন আর সি আতঙ্ক।।

প্রতিদিন প্রতিমূহুর্তে গ্রামে গ্রামে মিছিল করে প্রতিরোধ এর বার্তা দিচ্ছেন বাসিন্দারা।। বাঁধের উপর দিয়ে মিছিল আর তারা জানতে চাইছেন বাধ সংস্কারের টাকা কোথায় গেল???বর্গাদার উচ্ছেদ এই সময় গরিব মানুষ গুলোকে পথে বসিয়েছে।। জমি হারিয়ে তাঁরা ও মিছিল এ পা মেলাচ্ছেন। তাঁরা হাঁটবেন শিয়ালদহ থেকে শেষ দিন আর সেখান থেকেই যাবেন সমাবেশে।১০০ দিনের কাজকর্ম নিয়ে একাধিকবার কাঠগড়ায় তুলেছেন শাসকদের নেতাকর্মীদের।।””দিদি কে বলো”কর্মসূচি করেও রেহাই মিলছে না।। টাকা চেয়ে স্লোগান উঠেছে মুহূর্তে মুহূর্তে।। বারাসাত উন্নয়ন এর টাকা নয়ছয়, দুর্নীতি র তদন্ত চাইছে পদযাত্রা।। আরও শক্তিশালী হবে আন্দোলন ।। সেই আহ্বান ই ছড়িয়ে দেবার কাজ চলছে শিল্পাঞ্চল হয়ে কৃষি বলয় ছুঁয়ে সুন্দর বনের নোনা জলের দেশে।।_


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।