মিঠুন ভট্টাচার্য্য: চিন্তন নিউজ:১২ই মে :– শিলিগুড়ির একটি নামকরা স্বেচ্ছাসেবী সংগঠনের মূল উদ্যোক্তা এবং একজন বিশিষ্ট সমাজসেবীর নিজের বাবা, তিনি রয়েছেন আর্থিক অনটনে বলে অভিযোগ।
ঘটনায় প্রকাশ একটি স্বেচ্ছাসেবী সংগঠন যারা দিন-রাত মানুষের জন্য কাজ করে বেড়ায় অসহায় মানুষের মুখে অন্ন দেওয়া থেকে শুরু করে সমাজের বিভিন্ন খামতির দিকগুলোকে পূরণ করার চেষ্টা করেন, অথচ এ যেন ঠিক প্রদীপের নিচে অন্ধকার , স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধান কর্মকর্তার বাবা নিজেই আজ ছেলের সংগঠনের কাছে সাহায্য প্রার্থী।
নাগরিক মহলে বিষয়টি জানাজানি হতেই চারিদিকে গুঞ্জন শুরু হয়েছে যারা সমাজের অন্ধকার সরানোর দায়িত্ব নিয়েছে তাদের পরিবার যদি অন্ধকারে থাকে সেই অন্ধকার সরানোর দায়িত্ব নেবে কে। মানুষের মনে প্রশ্ন উঠছে সমাজসেবা, বা স্বেচ্ছাসেবী সবক্ষেত্রেই কি আন্তরিক??না কি কিছু ক্ষেত্রে তা লোক দেখানো??? সাধারণ মানুষের বক্তব্য, যদি কোনো ব্যক্তি তাঁর বাবা, মায়ের খেয়াল রাখতে না পারেন, তাহলে তিনি দুঃস্থ, অবহেলিত মানুষের প্রতি কতটা আন্তরিক, কতটা মানবিক হবেন, সেই বিষয়ে অনেক প্রশ্ন থেকে যায়।