জেলা

দার্জিলিং জেলা সংবাদ


দীপঙ্কর সমাদ্দার, চিন্তন নিউজ, ২১ মার্চ: আজ গোঁসাইপুর রূপসিংজোত এ আজ বিধানসভা নির্বাচন উপলক্ষেবামফ্রন্ট ও কংগ্রেসের পক্ষ থেকে একটি নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন প্রার্থী শংকর মালাকার, শীতল দত্ত, প্রদীপ দেব, দীপঙ্কর দাস, দীনেশ রায়, বাবলু দেব প্রমুখ।

আজ সংযুক্ত মোর্চা সমর্থিত বামফ্রন্ট ও কংগ্রেসের জোট প্রার্থী শঙ্কর মালাকারের সমর্থনে সিপিআইএম বাগডোগরা – গোঁসাইপুর এরিয়া কমিটির অন্তর্গত গোঁসাইপুর এলাকায় পথসভা করা হলো। উপস্থিত ছিলেন সিপিআইএম দার্জিলিং জেলা কমিটির সদস্য নীরোদ সিংহ, কংগ্রেসের পক্ষ থেকে বিশ্বজিৎ দাস, মোহিনীমোহন সিনহা, ইন্দ্র মোহন সরকার, প্রকাশ বর্মণ, দেবাশীষ ঘোষ প্রমুখ।

আবার আজ আপার বাগডোগরা পানিঘাটা মোড়ে সংযুক্ত মোর্চা সমর্থিত প্রার্থী শঙ্কর মালাকার এর সমর্থনে পথসভা অনুষ্ঠিত হল।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।