চিন্তন নিউজ:২৫ শে ডিসেম্বর:- দেবু রায় জানিয়েছেন, আজ পূর্ব যাদবপুর এরিয়া কমিটির থেকে আগামী ২রা জানুয়ারিতে গড়ফার শ্রমজীবী ক্যান্টিন ১৫০তম দিনে পদার্পন করতে চলেছে , সেই উপলক্ষে আজ ১০৪ নং ওয়ার্ডে পোস্টার ক্যাম্পেইনিং এর কর্মসূচি পালন করা হয় এলাকা জুড়ে , ১৫০তম দিনে উপস্থিত থাকবেন এলাকার বিধায়ক সুজন চক্রবর্তী , ও মহম্মদ সেলিম ।
দেবু রায় আরও জানিয়েছেন, -ভারতের ছাত্র ফেডারেশনের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আজ এসএফআই যাদবপুর-বাঘাযতীন আঞ্চলিক কমিটির উদ্যোগে সারাদিনব্যাপী প্রচার কর্মসূচী সংগঠিত হল। সকালে অঞ্চলের বিভিন্ন জায়গায় ওয়ালিং এবং পোষ্টারিং কর্মসূচী সংগঠিত হয়। অন্যদিকে সন্ধ্যেবেলায় যাদবপুর ৮বি মোড়ে পথসভা এবং বিখ্যাত অভিনেতা ও নাট্যব্যক্তিত্ব সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্মরণে একটি চলচ্চিত্র প্রদর্শনী আয়োজিত হয়েছিল।
অভিজিৎ দাসগুপ্ত জানিয়েছেন – আজ শ্রমজীবী ক্যান্টিন-সোনারপুর পশ্চিম, সরলদীঘি, বোড়ালে প্রাক্তন ডাক ও তার ইউনিয়নের সর্বভারতীয় নেতা সোনারপুরের কমরেড অশোক ভট্টাচার্য অর্থ সাহায্য করলেন। তাঁর হয়ে ক্যান্টিনের অন্যতম সংগঠক কমরেড বিশ্বনাথ ভট্টাচার্যের হাতে চেক তুলে দেন তাঁর পুত্র সিপিআই(এম) জেলা সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড অনির্বাণ ভট্টাচার্য। উপস্থিত ছিলেন পার্টির জেলা কমিটির সদস্য কমরেড প্রবীর দাস, এরিয়া কমিটির সদস্য কমরেড রঞ্জিত মন্ডলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রসঙ্গত কমরেড অশোক ভট্টাচার্য জেলার অন্য দুটি শ্রমজীবী ক্যান্টিন যাদবপুরের গড়ফা ও পাটুলিতেও সমপরিমাণ অর্থ প্রদান করেন।