সূপর্ণা রায়: চিন্তন নিউজ:২৯শে অক্টোবর:- এখন মানুষ এর হাতে হাতে স্মার্টফোন এবং স্যোশাল মিডিয়াকেই নিজের মত প্রকাশের মাধ্যম হিসেবে ব্যবহার করছে। কিন্তু সাম্প্রতিক অতীত থেকে শুরু করে এক অদ্ভুত ব্যবহার শুরু করেছে পশ্চিমবঙ্গ সরকার। কেউ স্যোশাল মিডিয়াতে সরকার বিরোধী কোন পোষ্ট করলে বা সরকার বিরোধী কোন কথা বললে তাঁকে গ্রেপ্তার করা হচ্ছে।এইরকম সাধারণ ঘটনাতে গ্রেপ্তার হয়েছেন অম্বিকেশ মহাপাত্র ,সন্ময় বন্দ্যোপাধ্যায়।
কিন্তু এবারের ঘটনায় পশ্চিমবঙ্গের পুলিশ প্রসাশন মহামান্য সুপ্রিম কোর্টের কাছে ধমক খেল। ঘটনার সুত্রপাত ,লকডাউন এর সময় রাজাবাজারের একটি বিশৃঙ্খলার ছবি ফেসবুকে পোস্ট করে দেন আর তার জন্য ঐ তরুণী রশ্মি বিশ্বাস পশ্চিমবঙ্গ সরকার এর কাছে ভৎসর্নার শিকার হন। ঘটনায় প্রকাশ দিল্লিবাসী এই তরুণীকে জিজ্ঞাসাবাদ করার জন্য সমন পাঠায়। রশ্মি বিশ্বাস কলকাতা পুলিশের সমনকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হন। বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ও ইন্দিরা বন্দ্যোপাধ্যায় এর ডিভিশন বেঞ্চে মামলা চলে এবং শেষ অবধি সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ সরকার ও পুলিশকে কড়া ভৎসর্না করে।
আদালত জানিয়েছেন যে পুলিশ যদি সাধারণ মানুষের বাকস্বাধীনতা কেড়ে নিতে চায় তবে আদালতকে হস্তক্ষেপ করতেই হবে। এর পাশাপাশি বিচারপতিরা প্রশ্ন তোলেন যদি কেউ বিদেশে বসে কোন সরকার বিরোধী পোষ্ট করে তবে কি তাঁকে কলকাতায় বা দিল্লিতে হাজিরা দিতে হবে? বিচারপতিদের অনুরোধ মানুষের বাকস্বাধীনতাতে যেন হস্তক্ষেপ না করা হয়। এমন করলে দেশের স্বাধীনতা বিঘ্নিত হবে। পশ্চিমবঙ্গ সরকারকে ভৎসর্না করে আদালত বলেছে এক ভয়ংকর প্রবনতার দিকে এগিয়ে চলেছে পশ্চিমবঙ্গ।