রাজ্য

পশ্চিমবঙ্গে করোনা মোকাবিলায় অনন্য নজির সিপিআইএম এর


তুলসী কুমার সিনহা:-চিন্তন নিউজ:-১৮ই আগস্ট:- করোনা আবহে পশ্চিমবঙ্গে হাসপাতালে ভর্তি হতে না পেরে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছোটাছুটি করতে দেখা এখন দৈনন্দিন ঘটনা।পথে অ্যাম্বুলেন্সের মধ্যে অনেক রোগীর মৃত্যুও ঘটেছে।এমতাবস্থায় সিপিআইএম বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে প্রতিটি এরিয়া কমিটিতে করোনা সেন্টার ও সেফ হোম চালু করতে উদ্যোগী হল। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের জেলা পার্টি অফিসে করোনা সেন্টার তাদের প্রেরণা।

এই রাজ্যে বামফ্রন্ট বা কোথাও বাম-কংগ্রেস যৌথভাবে বা কোথাও সিপিআইএম এককভাবে করোনা সেন্টার ও সেফ হোমের ব্যবস্থা করছে। তাঁরা ১৯শে আগস্ট নিমতাতে করোনা সেন্টার ও সেফ হোমের উদ্বোধন করবেন। এই সেন্টারে ‘শ্যামল চক্রবর্তী করোনা পরিষেবা কেন্দ্র’, ‘সোমেন মিত্র অক্সিজেন পরিষেবা কেন্দ্র’ এবং ‘ডাক্তার শঙ্কর সেন সেফ হোম’ চালু করতে চলেছে। এই সেন্টারে ২৪ ঘন্টা ডাক্তার , প্রশিক্ষণ প্রাপ্ত নার্স এবং স্বেচ্ছাসেবক এর ব্যবস্থা থাকবে। অন্য করোনা সেন্টারগুলিতে যাতে ২৪ ঘন্টা ডাক্তারের পরিষেবা পাওয়া যায় সেদিকে লক্ষ্য রেখে বাম মনোভাবাপন্ন ডাক্তারদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং ডাক্তারবাবুদের সম্মতিও পাওয়া গেছে। বাম ছাত্র যুবরা এই করোনা আবহে খাদ্য , ঔষধ পত্র ও অন্যান্য জিনিসপত্র পৌঁছে দিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এই বাহিনীকে দিয়েই সিপিআইএম এই রাজ্যে বিপদে পড়া রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আরও এক দৃষ্টান্ত স্থাপন করতে চলেছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।