সীমা বিশ্বাস, আসাম: চিন্তন নিউজ:২৭শে মে:– গত ২৩মে তারিখে সিপিআইএম এর অসম রাজ্য কমিটির প্রতিনিধি দল মুখ্যমন্ত্রী ড:হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে দিসপুর জনতা ভবনের কার্যালয়ে সাক্ষাৎ করে কোভিড পরিস্থিতি সংক্রান্ত সুনির্দিষ্ট দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করে। প্রতিনিধি দলে ছিলেন পার্টির রাজ্য কমিটির সম্পাদক দেবেন ভট্টাচার্য, বিধায়ক মনোরঞ্জন তালুকদার, পার্টির সম্পাদক মণ্ডলীর সদস্য ইসফাকুর রহমান এবং সুপ্রকাশ তালুকদার।
উল্লেখযোগ্য দাবি — বিনামূল্যে সার্বজনীন ভ্যাকসিন প্রদান দ্রুততার সাথে করা, বেসরকারি হাসপাতালে চিকিৎসা মাশুল নিয়ন্ত্রণ ও নির্ধারণ করা, কোভিড জনিত সংকটের সময়ে দুঃস্থ অভাবী পরিবারগুলোকে আর্থিক সহায়তা প্রদান করা ইত্যাদি। প্রতিনিধিরা বলেন যে সরকারী হাসপাতালে গুলোতে কোভিড রোগীদের জন্য বিছানা খালি আছে কিনা সে বিষয়ে সঠিক তথ্য না থাকার জন্য অনেকেই বেসরকারী হাসপাতালে ভর্তি হতে বাধ্য হয়েছেন। বেসরকারি হাসপাতালে নির্ধারিত মাশুল না থাকার জন্য অনেক পরিবারকে ৮ থেকে ১৬ লাখ টাকা পর্যন্ত খরচ করতে হয়েছে। অনেকের সারা জীবনের সঞ্চিত পূঁজি শেষ হয়ে গেছে। অন্যদিকে কোভিড নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন বিধি নিষেধ আরোপ করার ফলে অসংখ্য মানুষ কর্মহীন হয়ে পড়েন। এমতাবস্থায় সরকারের উচিত দুঃস্থ পরিবারগুলোকে আর্থিক সহায়তা প্রদান করা।
মুখ্যমন্ত্রী ড: শর্মা প্রতিনিধি দলকে আশ্বাস দিয়েছেন যে অচিরেই বেসরকারি হাসপাতালে মাশুল নির্ধারণ করে দেওয়া হবে এবং দুগর্ত পরিবার গুলোকে সাহায্যের জন্য প্রকল্প গ্রহণ করার কথা বিবেচনা করা হবে।