জ্যোতিকৃষ্ণ চট্টোপাধ্যায়, হুগলী: চিন্তন নিউজ:৭ই জুন:–উত্তরপাড়া-কোতরঙ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গরীব মানুষদের মধ্যে ৪৫ জন আমফান ঘূর্ণিঝড় ও বৃষ্টির কারণে টালির বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। সি পি আই (এম) কোতরং হিন্দমোটর এরিয়া কমিটি পৌরসভার নির্বাহী আধিকারিক ও প্রশাসকমন্ডলীর কাছে এদের বাড়ি সারানোর জন্য অনুদান এবং সাময়িক ভাবে ত্রিপল দেওয়া হোক, এই দাবি করে।
শেষে আজকে পৌরসভার থেকে ৪৫ জন গরিব মানুষের কাছে ত্রিপল তুলে দিতে পেরেছে সি পি আই এম।… পূর্নাঙ্গ ঘর মেরামতের দাবি থেকে সি পি আই এম সরছে না। আন্দোলন করেই এই ত্রিপল আদায় করেছে ৫ নম্বর ওয়ার্ডের গরীব মানুষেরা।