.সীমা বিশ্বাস ৬মে, আসাম, চিন্তন নিউজ—- অসহনীয় মূল্যবৃদ্ধিকে কেন্দ্র করে রাজ্যের সর্বত্র সৃষ্টি হয়েছে ব্যাপক ক্ষোভ এবং অসন্তুষ্টি। সমাজের সকল শ্রেণীর লোকের অভাবনীয় ভাবে ক্ষতি হয়েছে নিয়ন্ত্রণহীন মূল্য বৃদ্ধির ফলে। কার্যত সরকার সম্পূর্ণ রূপে ব্যর্থ মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করতে। জীবন দায়িনী ঔষধ থেকে আরম্ভ করে রন্ধন গ্যাস, নিত্য ব্যবহার্য সামগ্রী, শাক সবজি, পেট্রোল ডিজেল খাদ্যবস্তুর মূল্য বৃদ্ধির ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সিপিআইএমের কামরূপ মহানগর জেলা কমিটির উদ্যোগে ৫মে তারিখে মূল্যবৃদ্ধির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করা হয়। গুয়াহাটি ক্লাব রটারিতে শতাধিক সভ্য সমর্থকে মূল্যবৃদ্ধি রোধের দাবি সম্বলিত প্লে কার্ড নিয়ে প্রতিবাদ সাব্যস্ত করে। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলার প্রাক্তন সম্পাদক শতঞ্জীব দাস, প্রাক্তন রাজ্য সম্পাদক দেবেন ভট্টাচার্য এবং জেলা সম্পাদক বীরেণ শর্মা। বক্তারাতাদের বক্তব্যে বলেন যে খাদ্য সামগ্রীর অবিরত দাম বৃদ্ধির ফলে সীমিত আয়ের পরিবারগুলোর জীবণ দুর্বিষহ হয়ে উঠেছে। কিন্তু মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের জন্য সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করে নি।গরীব শ্রেণী ছাড়াও নিন্মমধ্যবিত্ত, মধ্যবিত্ত পরিবারের লোক শাক সবজি খাওয়া যেন কষ্টসাধ্য হয়ে পড়েছে। আজকের তারিখে ঝিঙা কিলো প্রতি ৮০ টাকা,ভেন্ডি১২০ টাকা , কাঁকরোল ১৪০টাকা।চালের দাম কুইন্টালপ্রতি ১০০-১৫০ টাকা, ডাল ২০০-৩০০ টাকা বৃদ্ধি পেয়েছে।
এছাড়াও কাগজ কলম,মাছ মাংস ডিম, পানীয়তে অভাবনীয় মূল্য বৃদ্ধি হয়েছে। নির্মাণ সামগ্রীর আকাশ লঙ্ঘী মূল্য বাজারে উত্তাপ বাড়িয়েছে।গুয়াহাটির বাজারে পটল ১০০ টাকা,স্কোয়াস ৮০ টাকা, রসুন কিলো প্রতি ২০০ টাকায় বিক্রি হচ্ছে।ফল মূলের বাজারেও ভয়াবহ মূল্যবৃদ্ধি ঘটেছে। গুয়াহাটিতে প্রতি লিটার পেট্রোলের দাম লিটার প্রতি ১০৫.৬৬ রন্ধন গ্যাস ১০৫০ থেকে ১১০০ টাকা। ঔষধের দাম ১০.০৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।অত্যাবশ্যকীয় সামগ্ৰীর দাম হ্রাস করার জন্য জরুরী ব্যবস্থা গ্রহণ করার জন্য জিলা সম্পাদক বীরেণ শর্মা দাবি উত্থাপন করেন। সেই সঙ্গে জনগনের সাহায্যার্থে চাউল ছাড়াও আটা, লবণ,ভোজ্যতেল,চিনি, ডাল ইত্যাদি ১৪ টা সামগ্রী রেশন কার্ডের মাধ্যমে যোগান ধরার ব্যবস্থা গ্রহণ করার জন্য দাবি সম্বলিত স্মারকলিপি জেলা উপায়ুক্তের মাধ্যমে মূখ্যমন্ত্রী কে প্রেরণ করা হয়।
মূল্যবৃদ্ধির সঙ্গে অনলাইন মুভিং ফার্মাসির কর্তৃত্ব আম্বানি কে দেয়া বন্ধ রাখার দাবি উত্থাপন করা হয়। কার্ল মার্কসের ২০৮ বছর জন্মদিন উপলক্ষে ৫মে থেকে সপ্তাহজোড়া এক আন্দোলনের কার্যসূচি আরম্ভ করে তাঁর স্মৃতিতে উৎসর্গ করা হয়। এছাড়াও রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল সিপি আই,কৃষক মুক্তি সংগ্রাম সমিতি মূল্য বৃদ্ধি র বিরুদ্ধে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করে।