নিউজ ডেস্ক:চিন্তন নিউজ:৮ই মার্চ:–করোনা’ভাইরাস ঢুকে গেল মুর্শিদাবাদে,সৌদি আরব থেকে মুর্শিদাবাদে ফেরা এক যুবকের মৃত্যু হয়েছে আজ রবিবার। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের আইসোলেশন ওয়ার্ডে করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে ভরতি করা হয়েছিল তাঁকে।
জানা গিয়েছে, প্রায় ৫ বছর ধরে সৌদিতে ছিলেন ওই যুবক। সম্প্রতি মুর্শিদাবাদে ফেরেন তিনি। এরপর থেকেই তাঁর জ্বর ও শ্বাসকষ্ট শুরু হয়। সেইসঙ্গে রক্তে শর্করার মাত্রাও বেড়ে যায় অনেকটাই। শনিবার তাঁকে ভরতি করা হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে। তাঁর রক্তের নমুনা বেলেঘাটা নাইসেডে পাঠানো হয়েছে। কিন্তু সেই রিপোর্ট আসতে আসতে সোমবার দুপুর। তারপরই নিশ্চিত হওয়া যাবে, ওই যুবকের মৃত্যুর কারণ করোনা কিনা। তবে ইতিমধ্যেই ওই মৃত্যুকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে।
এরই মধ্যে রবিবার করোনা আক্রান্ত সন্দেহে বেলেঘাটা আইডিতে ভরতি হয়েছেন মু্র্শিদাবাদের আর এক যুবক। এ দিন তিনি সৌদি আরব থেকে রাজ্যে আসেন। কলকাতা বিমানবন্দরে থার্মাল স্ক্রিনিং পর হালকা জ্বর-সর্দি ধরা পড়ে।সঙ্গে সঙ্গে স্পেশ্যাল অ্যাম্বুল্যান্সে করে বেলেঘাটা আইডিতে নিয়ে আসা হয়। আপাতত তাঁকে আইসোলেশন ওয়ার্ডে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ইতোমধ্যেই রক্তের নমুনা পাঠানো পুণের ইনস্টিটিউট অব ভাইরোলজিতে পাঠানো হয়েছে। সেখান থেকে রিপোর্ট এলে চিকিৎসা শুরু হবে। করোনা সন্দেহে আরও এক জন ওই হাসপাতালে ভরতি রয়েছেন বলে জানা গিয়েছে।
ভারতে ক্রমশ বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। রবিবার পর্যন্ত ভারতে নোভেল করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়ে ৩৯।
শোনা যাচ্ছে, করোনা মোকাবিলায় তৎপর রাজ্য সরকার। বিদেশ থেকে ফেরা সমস্ত মানুষকে এয়ারপোর্টে স্বাস্থ্য পরীক্ষা করে তবেই সাধারণের মাঝে আসতে দেওয়া হচ্ছে। কিন্তু সৌদি থেকে করোনা’ভাইরাস আক্রান্ত হিসেবে সন্দেহ করা হচ্ছে যে ব্যাক্তকে, বিনা পরীক্ষায় মুর্শিদাবাদ পৌঁছে গেলেন?প্রশ্ন উঠছে মানুষের মনে। সাথে আতঙ্ক ও ভরসা হীনতা গ্রাস করছে রাজ্য তথা মুর্শিদাবাদবাসীদের।
।