রাজ্য

করোনা রোগীর আত্মহত্যা


সূপর্ণা রায়:-চিন্তন নিউজ:-৬ই সেপ্টেম্বর,২০২০:- পশ্চিমবঙ্গে প্রথম একজন করোনা আক্রান্ত ব্যক্তি আত্মহত্যা করলেন।এই ঘটনা ঘটেছে আজ নীলরতন সরকার হসপিটালে।গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন বছর চৌত্রিশের রাজকুমার বেরা। তাঁর বাড়ী দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে।

হাসপাতাল সুত্রে জানা গেছে নীলরতন সরকার হসপিটালের চেস্ট বিল্ডিং এ নতুন করোনা ওয়ার্ডে ঐ যুবক চার দিন আগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন।। রবিবার দুপুরে হসপিটালের কর্মীরা শৌচাগারে ঝুলন্ত অবস্থায় রাজকুমার বেরাকে দেখতে পেয়ে নামিয়ে আনেন। ডাক্তার এসে পরীক্ষা করে জানান যে যুবকের মৃত্যু হয়েছে।। তাঁর বাড়ীতে খবর দেওয়া হয়।জানা গেছে এ যুবকের আগে থেকেই রক্তের সমস্যা ছিল । এন আর এস এ নিয়মিত আসতেন চিকিৎসা করাতে। আগে থাকতেই তিনি অসুস্থ ছিলেন এবং এখন করোনা আক্রান্ত হওয়ায় মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েন। মানসিক অবসাদ থেকেই এই কান্ড ঘটানো হয়েছে বলে মনে করা হচ্ছে। অস্বাভাবিক মৃত্যুর কারনে দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। ময়নাতদন্তের পর শেষকৃত্য সম্পন্ন করা হবে।

এর আগেও করোনায় সংক্রমণ হয়ে আত্মহত্যার চেষ্টা করেন অশোকনগরের এক ব্যক্তি। সেই ঘটনা ঘটেছিল কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। প্রথমে অসুস্থ হয়ে অশোকনগরের ঐ ব্যক্তি কলকাতার এক বেসরকারি হসপিটালে ভর্তি হয়েছিলেন। পরে তাঁর করোনা সংক্রমণ ধরা পড়ায় কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ৮ ই আগষ্ট তিনি হসপিটালের জানলার কাঁচ ভেঙে নীচে ঝাঁপ দেওয়ার চেষ্টা করছিলেন। স্বাস্থ্য কর্মীরা দেখতে পেয়ে তাঁকে ধরে ফেলেন। সেবার কোনো রকমে রক্ষা হলেও এবার আর রক্ষা হল না।করোনা রোগীদের হতাশা বাড়ছে ,এটা কি চিকিৎসার খরচের কারণে? নাকি প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে? মানুষের মনে প্রশ্ন ও সংশয় দুইই জাগছে ,আর বেআব্রু হয়ে পড়ছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।