রাজ্য

আশঙ্কাকে সত্যি করে কলকাতা সহ গোটা দক্ষিনবঙ্গে করোনার সংক্রমন বাড়ছে,


সুপর্ণা রায়: চিন্তন নিউজ:২২শে অক্টোবর:– ডাক্তার বাবু দের আশঙ্কা সত্যি করে এবার কলকাতা সহ গোটা দক্ষিনবঙ্গে করোনার সংক্রমন বাড়তে শুরু করেছে এবং গোটাটাই হয়েছে দূর্গাপূজোয় বে -লাগাম ভীড় করে ঠাকুর দেখার ফলে।

হাইকোর্টের রায় অমান্য করে রাজ্যসরকার এই করোনাকালে সমস্ত নিয়মনীতি লঘু করার ফলেই এই ঘুমন্ত সাপ আবার জেগে উঠেছে বলে অভিমত প্রকাশ করেছেন বিষেশজ্ঞ মহল। তার চেয়েও অবাক কান্ড শহরে যা আক্রান্ত হয়েছে তাঁদের প্রায় পঞ্চাশ শতাংশ মানুষের করোনা ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়া হয়ে গেছে। প্রশ্ন উঠছে সেখানেই — তবে কি ভ্যাকসিন ঠিক ভাবে প্রয়োগ হলো না ,নাকি কেন্দ্র সরকার ঠিক তথ্য দিচ্ছে না। কিন্ত দোষ যারই থাক ভুগছে মানুষ ই। বিষেশজ্ঞ রা আগেই জানিয়েছিলেন যে ভ্যাকসিন নেওয়া থাকলেও করোনা হবে শুধু হাসপাতালে ভর্তি হবার ক্ষেত্রে এই ভ্যাকসিন সাহায্য করবে মাত্র। তবু সরকার থেকে আমজনতা বেলাগাম হলো এবং আর ও মানুষের বিপদ বাড়ালো।বেশীর ভাগ মানুষের ধারনা ছিল ভ্যাকসিন নেওয়া আছে আর কোন ভাইরাস ছুঁতেও পারবে না ফলে যা হবার তাই হচ্ছে।হুঁ হুঁ করে বাড়ছে করোনা সংক্রমন। কলকাতা পুরসভার ই তথ্য অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় আক্রান্তের সংখ্যা তিনশো উনিশ জন আর তার মধ্যে দেড়শো জন করোনা সংক্রমনের দ্বিতীয় ডোজ নেওয়া রোগী।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।