দেশ

বছরের প্রথম দিনেই দামবৃদ্ধি রান্নার গ্যাসের


সুপর্ণা রায়: চিন্তন নিউজ:২রা জানুয়ারি,২০২১:– মোদী সরকার এর “আচ্ছে দিন “আরও বড় আকারের ” আচ্ছে দিন” হয়ে আছড়ে পড়লো মধ্যবিত্তের রান্না ঘরে।। গত ডিসেম্বর মাসে রান্নার গ্যাস এর মুল্যবৃদ্ধি ঘটেছিল একশো টাকা।। বছরের প্রথম দিন থেকেই গ্যাসের দাম বৃদ্ধি করলো তেলসংস্থা গুলো। করোনা সংক্রমণ পরিস্থিতিতে এমনিতেই জনগণের অবস্থা শোচনীয়।। বেশীরভাগ লোকের কাজ নেই। জিনিস পত্র এর দাম আকাশছোঁয়া। তার মধ্যে প্রতিমাসে দুই বার থেকে তিন বার করে দাম বাড়ছে গ্যাসের ——ফলে মধ্যবিত্ত শ্রেণীর মানুষ এর মাথায় হাত পড়েছে। এই বর্ধিত দাম তাঁরা কি ভাবে মেটাবেন সেটাই এখন বড় প্রশ্ন।

গত মাসে একশো টাকা বাড়ানোর ফলে ৬৪৪ টাকা রান্নার গ্যাস এর দাম হয়েছিল৬৯৪ টাকা হয়েছিল। এটা ভর্তুকি যুক্ত গ্যাসের দাম কিন্তু ভর্তুকি হীন গ্যাসের দাম তখন বাড়ানো হয় নি। আবার কমার্শিয়াল গ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছিল। খবরে প্রকাশ গত একমাসে কমার্শিয়াল গ্যাস সিলিন্ডার প্রতি দাম বেড়েছিল ৯১ টাকা। ১৯ কিলোগ্রাম কমার্শিয়াল সিলিন্ডারের দাম ছিল ১২৯০ টাকা ডিসেম্বর এ সেই সিলিন্ডারের দাম লাফিয়ে বেড়ে হয়েছিল ১৩৮১ টাকা ৫০ পয়সা। অন্যান্য রাজ্যের সাথে কমার্শিয়াল গ্যাস এর দাম বেড়েছে ২২ টাকার কাছাকাছি। আবার ১৪ ‘ ২ কিলোগ্রাম ওজনের রান্নার গ্যাস এর দাম হয়েছে ৭২০ টাকা ৫০ পয়সা।।

কেন্দ্রীয় মোদী সরকার গ্যাসের দাম বৃদ্ধি করছে আবার উল্টোদিকে ভর্তুকি বন্ধ করে দেওয়া হয়েছে।। গত কয়েক মাস ধরে গ্যাসের ভর্তুকি র টাকা আসছে না গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এতে আরও বিপদে পড়েছেন সাধারণ মানুষ।।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।