জেলা

কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন সমূহের ডাকে বন্ধের সমর্থনে কনভেনশন


সুকৃতীশ নন্দী: চিন্তন নিউজ:১৯শে অক্টোবর:-ব‍্যাঙ্ক, বীমা, রেল, প্রতিরক্ষা সহ রাষ্ট্রায়ত্ব ক্ষেত্রের বেসরকারী করনের প্রতিবাদে, কৃষক বিরোধী আইন ও শ্রমিক বিরোধী আইনের বিরুদ্ধে, আয়করের আওতার বাইরে সমস্ত পরিবার পিছু মাসিক নগদ দেওয়ার দাবীতে, লাগাম ছাড়া মূল‍্যবৃদ্ধির বিরুদ্ধে,
কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন সমূহের ডাকে ২৬ শে নভেম্বর দেশব‍্যাপী সাধারন ধর্মঘটের সমর্থনে আজ আসানসোলের রবীন্দ্র ভবনের সামনে এক কনভেনশনের আয়োজন করা হয়। এই কনভেনশনে সিআইটিইউ, এআইইউটিইউসি, এআইসিসিটিইউ, টিইউসিসি, আইএনটিইউসি, ইআর‌এম‌ইউ, পঃ বঙ্গ মিড ডে মিল কর্মী ইউনিয়ন, ওয়েস্ট বেঙ্গল খান মজদুর সংঘ প্রভৃতি সংগঠন উপস্থিত ছিলো। প্রত‍্যেক সংগঠনের বিশেষ নেতৃত্ব দেশের বর্তমান পরিস্থিতির ওপর দীর্ঘ বক্তব্য পেশ করেন এবং দেশব্যাপী ধর্মঘট সর্বাত্মক সফল করার আহ্বান জানান।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।