জেলা রাজ্য

গৃহহীন গরীব বসবাসকারিদের রেল কতৃপক্ষের উচ্ছেদের প্রতিবাদে প্রাক্তন সাংসদ বাসুদেব আচারিয়ার ভূমিকায় অভিনন্দন জ্ঞাপন


কিংশুক ভট্টাচার্য: চিন্তন নিউজ:২৫শে জুলাই:- বাঁকুড়া স্টেশন মোড় থেকে পাটপুর অবধি দেড় কিলোমিটার এলাকা জুড়ে রেল লাইনের পাশে বসবাসকারি ভূমিহীনদের রেল কর্তৃক উচ্ছেদ প্রতিরোধের আন্দোলনের পাশে সংহতি জানিয়ে প্রাক্তন সাংসদ বাসুদেব আচারিয়ার ভূমিকায় গরীব ভূমিহীন বসবাসকারিরা আনন্দিত।
অত‍্যন্ত আনন্দের সাথে এলাকাবাসী পর্যবেক্ষণ করেন যে অন‍্য গুরুত্বপূর্ণ ব‍্যক্তিগণের কোন উদ‍্যোগ এলাকার মানুষের নজরে না এলেও প্রাক্তন সাংসদ বিষয়টি নিয়ে ইতিমধ্যেই আদ্রা ডিআরএমের নিকট লিখিত ভাবে এই দাবী সনদের সমর্থনে এই কাজ বন্ধ করার দাবী জানিয়েছেন।

তাঁর সাথে ফোনে কথা বলে জানা যায় যে তিনি রেল কর্তৃপক্ষকে বলেছেন এই কাজ থেকে রেলকে বিরত থাকতে হবে। রাস্তা বা অন‍্য যে কোনো ঊন্নয়নের স্বপক্ষে তিনি কিন্তু কোনভাবেই এতোগুলি মানুষের বসবাসের জায়গা কেড়ে নিয়ে অনিশ্চয়তার মধ‍্যে ঠেলে দিয়ে নয়। প্রথমে আলোচনা করে ন‍্যায়সঙ্গত ক্ষতিপূরন ও পুনর্বাসনের ব‍্যবস্থা করেই রেলকে ঊন্নয়নের কাজ চালাতে হবে।

প্রাসঙ্গিকভাবে তিনি আসামের মালেগাঁওয়ে একহাজারের বেশী মানুষের স্বার্থে ইতিপূর্বে তিনি যে ধরনের দৃঢ় অবস্থান নিয়েছেন সেইভাবেই এই বিষয়টিকেও দেখছেন বলে জানান।

তিনি সাক্ষাৎকারে বলেন যে আগামী সোমবার তিনি আবার এই বিষয় নিয়ে ডিআরএম আদ্রার সাথে আলোচনা করবেন। এই খবর এলাকায় পৌছালে বস্তিবাসীদের মধ‍্যে উচ্ছাস চোখে পরে এবং বারে বারে তাঁরা বাসুদেব আচারিয়ার উদ্দেশ্যে ধন‍্যবাদ জানান।

প্রসঙ্গত উল্লেখ করতে হয় বাঁকুড়া শহরের স্টেশন মোড় থেকে পাটপুর অবধি রেল লাইন বরাবর রেলের জায়গায় বসবাসকারী ভূমিহীন পরিবার গুলিকে ঊন্নয়নের অজুহাতে উচ্ছেদের প্রতিবাদে দীর্ঘদিন যাবৎ আন্দোলন জারি আছে। ইতিপূর্বে কয়েকদফা এলাকার মানুষ বাম যুব কর্মী সন্দীপ বিশ্বাস, রমিত ভট্টাচারিয়া ও সুমন কর্মকারের নেতৃত্বে এই প্রচেষ্টা রুখে দেওয়া গিয়েছে। এমনকি বর্তমান সাংসদ বিজেপির নেতা ডাঃসুভাষ সরকারের মানুষকে বিভ্রান্ত করে ঐক‍্য ফাটল ধরানর অপচেষ্টাও সচেতন ঐক‍্যের জোড়ে প্রতিহত করা হয়েছে।

আন্দোলনের বিশেষ পর্যায়ে গত আঠাশ মে দুহাজার কুড়ি তারিখে আঠারো নম্বর ওয়ার্ড এলাকায় এক গণ কনভেনশনের মধ‍্য দিয়ে দলমত নির্বিশেষে এক ঐক‍্যবদ্ধ সর্বসম্মত দাবী সনদ প্রস্তাব ও গ্রহন করা হয়। উক্ত দাবী সনদের দাবী ছিলো “রেল লাইনের পাশে দীর্ঘদিন বসবাসকারি এই গৃহ ও ভূমিহীন মানুষদের পুনর্বাসন ব‍্যাতিরেখে উচ্ছেদ করা যাবে না। এবং এই প‍্যানডেমিক পরিস্থিতি তে এধরনের কোনো উদ‍্যোগ নেওয়া যাবেনা। এই দাবীসনদ,গণস্বাক্ষর করে ডিআরএম, আদ্রার উদ্দেশ্যে জমা দেওয়া হয়।একই সাথে ঐ দাবীসনদের প্রতিলিপি বাঁকুড়া পৌরসভারপ্রধান, বিধায়ক, জেলা শাসক, মূখ‍্যমন্ত্রী, সাংসদ ও প্রাক্তন সাংসদ শ্রী বাসুদেব আচারিয়ার কাছে কাউন্সিলরদের সুপারিশ সহ পাঠান হয়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।