জেলা

এস এফ আইয়ের ধূপগুড়ি লোকাল কমিটির ৩৪ তম সন্মেলন।


সঞ্জিত দে: চিন্তন নিউজ: ৯ সেপ্টেম্বর:- অবিলম্বে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খুলে পঠনপাঠন স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে এনে শিক্ষার দুয়ার খুলে দিতে হবে।এই দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার দুপুরে ডাউকিমারিতে অনুষ্ঠিত হলো এস এফ আইয়ের ধূপগুড়ি লোকাল কমিটির ৩৪ তম সন্মেলন। বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের থেকে ৪০ জন প্রতিনিধি এই সন্মেলনে যোগ দেয়।সন্মেলন শুরু করার আগে প্রতিনিধি সহ ছাত্র ছাত্রী দের মিছিল ডাউকিমারি বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে।

সন্মেলন উদ্বোধন করে বক্তব্য রাখেন এস এফ আইয়ের রাজ্য কমিটির সদস্য অর্পন পাল এছাড়া বক্তব্য রাখেন জেলা নেতা রাজিউল ইসলাম শুভময় ঘোষ প্রমুখ।বিশ্বজিৎ রায় উত্তম শীল সন্মেলন পরিচালনা করেন। ১৫ জন কে নিয়ে নতুন লোকাল কমিটি করা হয়।উত্তম শীল সম্পাদক গৌরবসাহাকে সভাপতি নির্বাচন করা হয়।সন্মেলন থেকে অবিলম্বে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান দ্রুত খোলা গণপরিবহনে ছাত্র ছাত্রী দের ভাড়া অর্ধেক করা এবং বিভিন্ন স্কুল কলেজে ভর্তির বর্ধিত ফি মকুব করার সেই সাথে ধূপগুড়ি মহিলা কলেজে সব বিষয়ে অনার্স পড়ার ব্যবস্থা চালু করার দাবি জানিয়ে প্রস্তাব গৃহীত হয়।
ছবি ক্যাপশন এস এফ আইয়ের সন্মেলন করার আগে মিছিল। ছাত্র সন্মেলনে উপস্থিত প্রতিনিধি।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।