দেশ

আগত সন্তানের মুখ দেখা হল না কো-পাইলট অখিলেশ শর্মার——


কাকলি চ্যাটার্জী: চিন্তন নিউজ:৯ই আগস্ট:- আগত সন্তানের মুখ দেখা আর হল না কেরালায় বিমান দুর্ঘটনায় নিহত কো-পাইলট অখিলেশ শর্মার। মাত্র ১৫ দিন পরে হয়তো সেই শুভক্ষণ আসবে কিন্তু আনন্দের অংশীদার আর হওয়া সম্ভব হবে না হতভাগ্য অখিলেশের। তাঁর স্ত্রী এখনও জানেন না স্বামীর মৃত্যু সংবাদ। অখিলেশের ছোট ভাই ভুবনেশ কোঝিকোড়ে গেছেন, তিনি গুরগাঁওয়ের একটি আইটি ফার্মে কর্মরত। মথুরার পরিবারের অন্যান্য সদস্যরা প্রিয়জনের মৃতদেহ পৌঁছনোর অপেক্ষা করছেন। গত শুক্রবার সন্ধ্যায় এয়ার ইন্ডিয়ার বিমানটি কোঝিকোড়ে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পাশের খাদে পড়ে চূর্ণবিচূর্ণ হয়ে যায়। প্রসঙ্গত উল্লেখ্য বিমানবন্দরটি একটি টিলার ওপর অবস্থিত।

পাইলট এবং কো-পাইলট দুজনেই দুর্ঘটনায় নিহত। কো- পাইলট অখিলেশের স্ত্রী মেঘা আর পনেরো দিনের মধ্যেই প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন, তাঁকে জানানো হয়নি স্বামীর দুর্ঘটনার খবর। উত্তরপ্রদেশের মথুরার গোবিন্দনগরে থাকেন অখিলেশের পরিবার। ভাই লোকেশ জানান, “প্রাথমিকভাবে আমরা খবর পেয়েছিলাম যে বিমান দুর্ঘটনার পরে ভাইয়া গুরুতর আঘাত পেয়ে হাসপাতালে চিকিৎসাধীন, তবে পরে রাতের দিকে তাঁর মৃত্যুসংবাদ জানানো হয়। আমার ভাই ভুবনেশ ও ভায়রাভাই সঞ্জীব শর্মা দিল্লি হয়ে কোঝিকোড়ের উদ্দেশ্যে রওনা হন।” লোকেশও আগামী দিনে একজন পাইলট হতে চান।

লোকেশ বলেন,” আমরা কিছুদিনের মধ্যেই একজন নবাগতর প্রত্যাশায় আছি এজন্য ভাবিকে দাদার মৃত্যুর ব্যাপারে কিছু বলিনি। যদিও বিমান দুর্ঘটনার কথা ভাবি জানেন।” অখিলেশ শর্মা, ভুবনেশ শর্মা ও লোকেশ শর্মা —এই তিনভাইয়ের মধ্যে অখিলেশ বড়, তাঁর বড় বোন বিবাহিত। পিতা তুলসী রাম শর্মা মথুরার প্রতিষ্ঠিত ব্যবসায়ী। আগে গ্ৰামে থাকলেও এখন শহর গোবিন্দনগরে থাকেন। তিনি আরও জানান,” দাদা অখিলেশ মথুরার অমরনাথ কলেজে পড়াশোনা করেন এবং পাইলট হিসেবে প্রশিক্ষণ নেন মহারাষ্ট্রের গন্ডিয়ায় সিএই অক্সফোর্ড এভিয়েশন একাডেমিতে। এয়ার ইন্ডিয়ায় যোগ দেন ২০১৩ সালে এবং ঐ বছরই মেঘার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের একটি সন্তান হওয়ার কথা, এমন সময়েই নিয়তি তাঁকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিল।”

অখিলেশের পরিবার এখন অপেক্ষারত মথুরার গোবিন্দনগরে, শুরু হয়েছে শেষকৃত্যের আয়োজন। শুক্রবারের দুর্ঘটনায় পাইলট, কো-পাইলট সহ ১৮ জন মৃত, গুরুতর আহতদের চিকিৎসা চলছে বিভিন্ন হাসপাতালে। কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন নির্দেশ দিয়েছেন আহতদের সবার কোভিড১৯ পরীক্ষার।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।