জেলা

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে রাজ্যজুড়ে পালিত হলো জলবায়ু ধর্মঘট



মিতা দত্ত:চিন্তন নিউজ:২৪শে সেপ্টেম্বর:– —
জলবায়ু বদল নয়, ব্যবস্থা বদল । উপড়ে ফেলো এই ব্যবস্থা – গ্রেটা থুনবার্গ। সুইডেন বাসী এই কিশোরী বুঝেছিলো, শুধু নিজের অ্যাকাডেমিক উন্নতি ঘটিয়ে ভালো থাকা যাবে না পরিবেশের উপর নিরন্তর আক্রমণকারীদের বিরুদ্ধে সোচ্চার হতে না পারলে সমূহ সর্বনাশ।

মেয়েটি পেরেছে গোটা বিশ্বকে তোলপাড় করতে। ছাত্রছাত্রী সহ শুভবুদ্ধিসম্পন্ন মানুষদের রাস্তায় নামাতে আন্দোলনে সামিল করতে। “জলবায়ু ধর্মঘট ” পালনের মাধ্যমে পৃথিবীকে আন্দোলিত করতে।

আজ ছিলো সেই শুক্রবার। তাই পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মুর্শিদবাদ জেলার বহরমপুর বিজ্ঞান কেন্দ্র পথসভার মাধ্যমে গ্রেটা থুনবার্গের সঙ্গে আন্দোলনের শরিক হওয়ার কথা পুনরায় উচ্চারণ কর হলো। আজকের পথসভায় ছাত্রী বিজ্ঞানকর্মীদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।তিনটি বিদ্যালয়ের ছাত্রীরা একযোগে স্লোগান দিয়ে আকাশ বাতাস মুখরিত করেছে। প্রত্যেকটি স্কুলের ছাত্রীরা পারফর্ম করেছে। আগামী প্রজন্ম পারবেই, পৃথিবীকে নিজের বাসযোগ্য করতে।

শ্রীকান্ত চট্টোপাধ্যায়:-জানিয়েছেন– “জলবায়ু নয়, ব্যবস্থা বদলাও”- নতুন প্রজন্মের ডাকে আজ ২৪ শে সেপ্টেম্বর জলবায়ু ধর্মঘটের বিষয়টি নিয়ে অবস্থানসভা , প্রচার পত্র বিতরণ করা হলো পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ আচার্য্য সত্যেন্দ্রনাথ বসু বিজ্ঞান কেন্দ্র দুর্গাপুর এর উদ্যোগে বিধাননগর ডি ডি এ মার্কেট প্রাঙ্গণে সন্ধ্যা ৭টায় । এবিষয়ে গত ২১ শে সেপ্টেম্বর সন্ধ্যায় পথপ্রচার অনুষ্ঠিত হয় দুর্গাপুর সিটি সেন্টার ADDA অফিস চত্ত্বরে ।

কিংশুক মুখার্জি জানালেন:– জল বায়ু ধর্মঘট
আচার্য্য জগদীশ চন্দ্র বসু বিজ্ঞান কেন্দ্রের কর্মসূচি।। কর্মসূচিটি পালিত হলো মিঠানি বিজ্ঞান ভবনে

খগেন্দ্রনাথ মাইতি জানাচ্ছেন– আজ সকালে মেদিনীপুর শহরের পঞ্চুরচকে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি ও মেদিনীপুর শহর বিজ্ঞান কেন্দ্রের যৌথ উদ্যোগে “বিশ্ব জলবায়ু ধর্মঘটের” সমর্থনে এক অবস্থান কর্মসূচি নেওয়া হয় যেখানে সমাজের বিভিন্ন স্তরের বিজ্ঞান কর্মীরা উপস্থিত ছিলেন । বক্তব্য রাখেন জনবিজ্ঞান আন্দোলনে অন্যতম নেতৃত্ব ও পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সম্পাদক নন্দদুলাল ভট্টাচার্য্য, সন্টু ওঝা ও বাবুলাল শাসমল, এছাড়াও উপস্থিত ছিলেন নীলু মহাপাত্র, সুষমা প্রধান, খগেন্দ্রনাথ মাইতি, ডা: দেবব্রত চ্যাটার্জী, বিভাষ পন্ডা, সান্তনু সিনহা, বিশ্বজিৎ প্রামাণিক, রবীন ধর, অভিষেক দে, সুস্মিতা কুণ্ডু, সুকুমার সাহা, অসীম কুমার ঘোষ, ও রাহুল ব্যানার্জী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

সমর চ্যাটার্জির দেওয়া খবর অনুযায়ী– আজ,২৪/০৯/২০২১বসিরহাট টাউন হল সংলগ্ন রাস্তায়, বিশ্ব জলবায়ু ধর্মঘটের সমর্থনে অনুষ্ঠানে পঃবঃ বিজ্ঞান মঞ্চ(উঃ২৪পঃ) শহীদ দীনেশচন্দ্র মজুমদার বিজ্ঞান কেন্দ্রের পরিবেশ কর্মিরা।

সন্দীপ সিংহ জানিয়েছেন- পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ ব্যান্ডেল – মগড়া শাখার উদ্যোগে আজ জলবায়ু ধর্মঘট পালন করা হলো সচেতনতা মূলক পোস্টারের সাথে মিছিল করা হলো চুচুড়া ঘড়ির মোড় এলাকায়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।